ওমিক্রন (Omicron India)আতঙ্কে কাঁপছে গোটা দেশ। ব্রিটেন, স্পেন যেখানে করোনার তৃতীয় ঢেউ পেরিয়ে স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টায় সেখানে ভারতে করোনার দৈনিক সংক্রমণ রীতিমতো লাফিয়ে বাড়ছে। করোনার (Coronavirus India Update) তৃতীয় ঢেউয়ে প্রথমবার দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল ৩ লক্ষের গণ্ডি। সেই সঙ্গে হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেটও। প্রতীকী ছবি।
বিশেষজ্ঞদের ধারণা মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা এন্ডেমিকের রূপ নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস ইতিমধ্যেই করোনার শেষের দিন আসার তত্ত্বে জল ঢেলে দিয়েছেন। তাঁর কথায়, "এই মহামারীটি কোথাও শেষ হয়নি।" কিন্তু তার আগে চলতি মাসেই যেভাবে সংক্রমণ (Coronavirus India Update) বাড়ছে তা ঘাম ঝরাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। যা আগের দিনের থেকে প্রায় ৩৫ হাজার বেশি। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার মতো রাজ্যগুলি ভয় ধরাচ্ছে। দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে (Coronavirus India Update) হয়েছে ১৬.৪১ শতাংশ। প্রতীকী ছবি।
সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৬.০৬ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৯ হাজার ২৮৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। এখনও পর্যন্ত (Coronavirus India Update) মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জন। প্রতীকী ছবি।
লাগাতার যেভাবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে তাতে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার উপর দ্বিতীয় ঢেউয়ের মতো সংকট তৈরি হতে পারে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ২৯ জন করোনা (Covid-19 Cases India) থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন। প্রতীকী ছবি।