TRENDING:

Union Bank-এর ফেস্টিভ ধামাকা! সবচেয়ে সস্তায় মিলবে হোম লোন....

Last Updated:

দেখে নিন অন্যান্য ব্যাঙ্কে সুদের হার-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ ৷ বর্তমানে ব্যাঙ্কের পাশাপাশি বেশ কিছু হাউজিং ফাইন্যান্স সংস্থা হোম লোনের রেট কম করে দিয়েছে ৷ ইতিমধ্যেই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) একটি ধামাকেদার অফারের ঘোষণা করেছে ৷ব্যাঙ্কের তরফে হোম লোনের সুদের হার ০.৪০ শতাংশ কমানো হয়েছে ৷
advertisement

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.৪০ শতাংশ থেকে শুরু হওয়া ন্যূনতম সুদের হারের সঙ্গে হোম লোনে (Union Bank of India home loan) সুদের হার কমানোর ঘোষণা করেছে ৷ প্রথমে সুদের হার ছিল ৬.৮০ শতাংশ ৷ হোম লোনে কমানো নতুন সুদের হার ২৭ অক্টোবর থেকে লাগু করা হয়েছে ৷

আরও পড়ুন: এখনও কাটেনি বিপদ; কোভিড ১৯ পরিস্থিতিতে দীপাবলি পালন করতে মেনে চলুন কয়েকটি নিয়ম!

advertisement

এই গ্রাহকরা পাবেন সুবিধা-

জানা গিয়েছে, নতুন সুদের হার তাঁদের উপর লাগু করা হবে যাঁরা নতুন লোনের জন্য আবেদন করবেন বা যাঁরা ব্যালেন্স ট্রান্সফারের পাশাপাশি নিজেদের বর্তমান ট্রান্সফার করতে চাইবেন ৷

সবচেয়ে কম সুদে দিচ্ছে লোন-

হোম লোনে ৬.৪০ শতাংশ সুদের হার সব ব্যাঙ্কে সবচেয়ে কম ৷ এখন পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদা ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.৫০ শতাংশ সুদের হারের সঙ্গে ফেস্টিভ সিজনে হোম লোনের অফার দিচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: PM Kisan: চারদিনের মধ্যে এই ডকুমেন্ট জমা দিলে অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা

দেখে নিন অন্যান্য ব্যাঙ্কে সুদের হার-

SBI: স্টেট ব্যাঙ্ক কেবল ৬.৭০ শতাংশ রেটে ক্রেডিট স্কোর লিঙ্কড হোম লোনের অফার নিয়ে এসেছে ৷ এর আগে প্রথম ৭৫ লক্ষ টাকার বেশি লোনে ৭.১৫ শতাংশ হিসেবে সুদ দিতে হবে ৷ ফেস্টিভ অফারে এবার গ্রাহকরা ৬.৭০ শতাংশ ন্যূনতম সুদে হোম লোন পেয়ে যাবেন ৷

advertisement

Bank of Baroda: ব্যাঙ্ক অফ বরোদা হোম লোনে সুদের হার কমিয়ে ৬.৭৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ করেছে ৷ নতুন রেটের সুবিধা গ্রাহকরা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত নিতে পারবেন ৷ এই সুবিধা হোম লোনের আবেদন করা সমস্ত গ্রাহকরা পেয়ে যাবেন ৷

আরও পড়ুন: New Business Idea: ফ্রিতে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন বিপুল টাকা!

advertisement

Canara Bank: এর আগে কানাড়া ব্যাঙ্কের তরফে MCLR এর ০.১৫ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা করা হয়েছে ৷ ব্যাঙ্কে তাদের এক বছরের MCLR রেট ০.১০ শতাংশ কমিয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছে ৷ কানাড়া ব্যাঙ্কের নতুন রেট ৭ অক্টোবর থেকে লাগু করা হয়েছে ৷ ব্যাঙ্ক একদিন ও এক মাসের MCLR ০.১৫ শতাংশ কমিয়ে ৬.৫৫ শতাংশ করা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Punjab National Bank: পিএনবি-তে ৫০ লক্ষ টাকার বেশি হোম লোনে সুদের হার ০.৫০ শতাংশ কমিয়ে ৬.৬০ শতাংশ করে দিয়েছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Bank-এর ফেস্টিভ ধামাকা! সবচেয়ে সস্তায় মিলবে হোম লোন....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল