এক্স এখন পরিচয় যাচাইয়ের জন্য ইসরায়েলে সংস্থা AU10TIX-এর সঙ্গে কাজ করছে। AU10TIX-এ, ব্যবহারকারীদের সমস্ত তথ্য যেমন ছবি, বায়োমেট্রিক ইত্যাদি ডেটা ৩০ দিনের জন্য সংরক্ষণ করা হবে। অর্থাৎ কোম্পানি ডেটার ভিত্তিতে ব্যবহারকারীদের যাচাই করবে। যদি এই বৈশিষ্ট্যটি ভারতেও লাইভ হয়, তাহলে কোম্পানি ভারতীয় ভিত্তিক যে কোনও যাচাইকরণ কোম্পানি/পরিষেবা ব্যবহার করতে পারে।
advertisement
যখন কোনও প্রিমিয়াম ব্যবহারকারী সরকারি আইডির সাহায্যে তাঁর অ্যাকাউন্ট যাচাই করবেন, তখন তাঁর অ্যাকাউন্টে “এই অ্যাকাউন্ট আইডি যাচাই করা হয়েছে” লেখা থাকবে। প্রিমিয়াম ব্যবহারকারী নীল টিক-এ ক্লিক করলে এই লেখাটি দেখাবে। এছাড়াও, এমন ব্যবহারকারীদের অ্যাকাউন্টটি সরকারি আইডি দিয়ে যাচাই করলে প্রোফাইল পরিবর্তন, নাম পরিবর্তন ইত্যাদির পর্যালোচনা প্রক্রিয়া এই ধরনের ব্যবহারকারীদের জন্য সহজ করা হবে।
আরও পড়ুন, ধর্না কর্মসূচির সময় রামলীলা ময়দানে থাকার আর্জি, দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের
আরও পড়ুন, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা কর্তৃপক্ষকে জানাননি যে ছাত্ররা তাঁদের শাস্তির সুপারিশ
তবে এটিতে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দাবি করা হয়েছে যে এতে অংশগ্রহণকারীদের কিছু বাড়তি সুবিধাও দেবে সংস্থাটি। এই সুবিধাগুলি শুধুমাত্র ব্যবসায়িক বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ছাড়া ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।
