আরও পড়ুন: এবার ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে ICICI Bank, জেনে নিন বিস্তারিত.....
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) নেতৃত্বে গঠিত একটি ৬ সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। ওই মনিটারি পলিসি কমিটিতে (Monetary Policy Committee) সদস্যদের সর্বসম্মতিক্রমে আজ অর্থাৎ ৮ জুন, ২০২২ তারিখ থেকে রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপো রেটের অর্থ হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নির্দিষ্ট হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে অর্থ ধার ধার দেয়, সেই রেটকেই বলে রেপো রেট। এখন নতুন এই ঘোষণার ফলে রেপো রেটের হার বেড়ে দাঁড়াল ৪.৯০ শতাংশে। সাধারণত দেশের মুদ্রাস্ফীতির কঠিন অবস্থা নিয়ন্ত্রণে আনতে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
advertisement
বুধবার সকাল ১০টা নাগাদ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকাকালীন রেপো রেট থেকে শুরু করে রূপে ক্রেডিট কার্ডের (RuPay Credit Card) বদল নিয়ে বিভিন্ন তথ্য জানিয়েছেন। করোনা পরবর্তীতে দেশের অর্থনীতির হাল ফেরাতে রেপো রেটের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। তিনি আরও জানিয়েছেন যে, সাম্প্রতিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কীভাবে উন্নয়নের গতিকেও অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ঠেকাতে যারপরনাই জরুরি সাইবার বিমা
সম্মেলন চলাকালীন তিনি যে বক্তব্য রেখেছেন তা থেকে মূলত এই ১০টি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ:
১. ফিক্সড ডিপোজিট ফেসিলিটি (Standing Deposit Facility) এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটির (Marginal Standing Facility) হার ৫০ বেসিস পয়েন্টে (০.৫০ শতাংশ) বৃদ্ধি করা হয়েছে। ফিক্সড ডিপোজিট ফেসিলিটি হার পূর্বে ছিল ৪.১৫ শতাংশ যা এখন বেড়ে দাঁড়াল ৪.৬৫ শতাংশ। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটির হার এই নতুন ঘোষণার পর বেড়ে দাঁড়াল ৫.১৫ শতাংশে৷
২. দেশের বর্তমান মুদ্রাস্ফীতি যাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে না যায় তা নিশ্চিত করতে এমপিসিতে সর্বসম্মতভাবে অ্যাকোমোডেশনের প্রত্যাবর্তনের উপর নজর দেওয়া হবে।
৩. পূর্বোক্ত ২০১৩ আর্থিক বর্ষের জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশ ধরে রাখা হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত জিডিপি বৃদ্ধির হার ১৬.২ শতাংশ ছিল অনুমান করা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জিডিপি বৃদ্ধির হার ৬.২ শতাংশ ছিল বলে অনুমান করা হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত জিডিপি বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ৪.১ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ ২০২৩-এর জন্য জিডিপি বৃদ্ধির হার ৪.০ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।
৪. ২০২৩ আর্থিক বর্ষের জন্য কনজিউমার প্রাইজ ইনডেক্সের (combined Consumer Price Index) পরিসংখ্যান আনুমানিক ৫.৭ শতাংশ থেকে বেড়ে ৬.৭ শতাংশে উন্নীত হয়েছে। আরবিআই মুদ্রাস্ফীতির এই পূর্বাভাস দিয়েছে জেনারেল মনসুনের এবং অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি ১০৫ ডলারের দামের ভিত্তিতে।
৫. করোনা মহামারী সংক্রান্ত ব্যবস্থা স্বাভাবিক করতে আরবিআই ব্যাঙ্কিং ব্যবস্থায় পর্যাপ্ত লিকুইডিটি (Liquidity) নিশ্চিত করবে।
আরও পড়ুন: কম সুদে এডুকেশন লোন দিচ্ছে এই ৯টি সরকারি ব্যাঙ্ক
৬. আরবিআই গভর্নর জানিয়েছেন যে, সরকারি সিকিউরিটিজ মার্কেটের উপর তারা যথাযথ ভাবেই নজর রাখছে। যখনই প্রয়োজন হবে তখনই ব্যাঙ্কের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
৭. ৩ জুন, ২০২২ পর্যন্ত (অর্থাৎ আজ থেকে ৫ দিন আগে) ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার ৬০১.১ আরব ডলার পর্যন্ত সংরক্ষিত ছিল।
৮. শহর এবং গ্রামীণ সরকারি কো-অপারেটিভ ব্যাঙ্ক দ্বারা ব্যক্তিগত হোম লোন প্রদানের সীমা প্রায় ১০০ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে। বিশেষ করে গত এক দশকে বাড়ি তৈরির জন্য ক্রমবর্ধমান খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে এই বৃদ্ধি করা হয়েছে বলে আরবিআই সূত্রে জানানো হয়েছে।
৯. সাবস্ক্রিপশনের মতো লেনদেনের সুবিধার্থে ই-পেমেন্টের আর্থিক সীমা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে৷
১০. এছাড়াও রুপে ক্রেডিট কার্ডকে এখন থেকে ইউপিআই-এর (UPI) সঙ্গে লিঙ্ক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।