Good News : এবার ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে ICICI Bank, জেনে নিন বিস্তারিত.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Good News : নতুন সুদের হার ৭ জুন থেকে লাগু করা হবে ৷
#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বৃদ্ধি করার পর একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ৷ এখনও বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে চলেছে ৷ এবার সেই লিস্টে সামিল হল আইসিআইসিআই ব্যাঙ্ক ৷ নতুন সুদের হার ৭ জুন থেকে লাগু করা হবে ৷
ICICI ব্যাঙ্ক ২ কোটি থেকে ৫ কোটি টাকার এফডি-তে সুদের হার বদল করেছে ৷ ব্যাঙ্ক ৭দিন থেকে ৫ বছরের এফডি-তে বেশি সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বড় সংখ্যক গ্রাহকরা লাভবান হবেন ৷
advertisement
advertisement
মানিকন্ট্রোল ডট কমের রিপোর্ট অনুযায়ী, ICICI ব্যাঙ্ক এখন ৭দিন থেকে ১৪ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ সুদ ৷ ১৫ দিন থেকে ২৯ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ বার্ষিক সুদ ৷ এছাড়া ৩০ দিন থেকে ৪৫ দিন ও ৪৬ দিন থেকে ৬০ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ৩.২৫ শতাংশ সুদ দেবে ৷
advertisement
৬১ থেকে ৯০ দিনের এফডি-তে ৩.৪০ বার্ষিক সুদ ৷ ৯১ থেকে ১২০ দিনে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷ একই ভাবে ১২১ দিন থেকে ১৫০ দিনের এফডি-তে মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷ ১৫১ থেকে ১৮৪ দিনের এফডি-তেও মিলবে ৪.২৫ শতাংশ সুদ ৷
advertisement
২৭১ দিন থেকে ১ বছরের এফডি-তে মিলবে ৪.৭০ শতাংশ সুদ-
১৮৫ থেকে ১২০ দিনের এফডি এবং ২১১ থেকে ২৭০ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৫০ শতাংশ সুদ ৷ ২৭১ থেকে ২৮৯ ও ২৯০ থেকে ১ বছরের এফডি-তে আইসিআইসিআই ব্যাঙ্ক বর্তমানে ৪.৭০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ ১ বছর থেকে ৩৮৯ দিনের এফডি-তে ৪.৯৫ শতাংশ সুদ মিলবে ৷ ৩৯০ দিন থেকে ১৫ মাস থেকে কম সময়ের এফডি-তে মিলবে ৪.৯৫ শতাংশ সুদ ৷
advertisement
১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়ের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ ১৮ মাস থেকে ২ বছরের এফডি-তে মিলবে ৫ শতাংশ সুদ ৷ দু’বছর ১ দিন থেকে ৩ বছর এবং ৩ বছর একদিন থেকে ৫ বছরের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2022 2:36 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Good News : এবার ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে ICICI Bank, জেনে নিন বিস্তারিত.....