TRENDING:

Indian Railways: ট্রেনের টিকিট হারিয়ে গেলে কী করতে হবে জেনে নিন...

Last Updated:

টিকিট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের আলাদা নিয়ম রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে সব কিছু ডিজিটাল হয়ে যাওয়ায় এখন অনেকেই ট্রেনের টিকিট পকেটের বদলে মোবাইলে নিয়ে যাত্রা করেন ৷ এছাড়াও বিপুল সংখ্যক মানুষ স্টেশন থেকে টিকিট বুক করে থাকেন ৷ ট্রেনে যাত্রা করার সময় পকেটে রাখা টিকিট হারিয়ে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ে ৷ টিকিট দেখাতে না পারলে যদি টিটিকে মোটা টাকা জরিমানা দিতে হয়, বাকি যাত্রীদের সামনে সম্মানহানির পাশাপাশি লজ্জায় পড়তে হতে পারে ৷ এরকম বিভিন্ন রকমের খেয়াল মাথায় আসতে থাকে ৷
টিকিট বুকিংয়ের জন্য IRCTC ওয়েবসাইট ব্যবহার না করে অ্যাপ ব্যবহার করুন। দ্রুত লগ ইনের সুবিধার জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। লগ ইন করার আগে UPI অ্যাপ থেকে নিজের UPI ID ফোনে কপি করে তবে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু করুন। এর ফলে দ্রুত পেমেন্ট শেষ করতে পারবেন। ফলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
টিকিট বুকিংয়ের জন্য IRCTC ওয়েবসাইট ব্যবহার না করে অ্যাপ ব্যবহার করুন। দ্রুত লগ ইনের সুবিধার জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। লগ ইন করার আগে UPI অ্যাপ থেকে নিজের UPI ID ফোনে কপি করে তবে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু করুন। এর ফলে দ্রুত পেমেন্ট শেষ করতে পারবেন। ফলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
advertisement

আরও পড়ুন: অবৈধ ভাবে পিএম কিষানের সুবিধা নেওয়া কৃষকদের লিস্ট জারি, ফেরত নেওয়া হবে টাকা

তবে এত চিন্তার কোনও কারন নেই ৷ টিকিট হারিয়ে গেলে টিটি আপনাকে টিকিট না থাকার কারনে জরিমানা নিতে পারে না ৷ ভারতীয় রেলের (Indian Railways) তরফে যাত্রীদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ যাত্রীদের এই নিয়ম সম্বন্ধে জেনে রাখা দরকার যাতে স্টেশনে বা ট্রেনে রেলের কোনও স্টাফ সমস্যা না করতে পারে ৷ টিকিট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের আলাদা নিয়ম রয়েছে ৷ নিয়ম সংক্রান্ত না জানলে টিটি এর সুবিধা নিয়ে মোটা টাকা জরিমানা নিতে পারে ৷

advertisement

নতুন টিকিট জারি করা যেতে পারে-

টিকিট হারিয়ে গেলে ৫০ টাকা জরিমানা দিয়ে নতুন টিকিট পেয়ে যেতে পারেন ৷ টিটিই-এর সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি জানিয়ে নতুন টিকিট জারি করার জন্য বলতে হবে ৷ টিটিই কিছু অতিরিক্ত চার্জ নিয়ে নয়া টিকিট জারি করতে পারবেন ৷ রিজার্ভেশন চার্ট চেয়ার তৈরি হওয়ার আগে টিকিট হারিয়ে যাওয়ার বিষয়ে জানালে ৫০ শতাংশ চার্জের সঙ্গে নতুন টিকিট জারি করে দেওয়া হবে ৷

advertisement

আরও পড়ুন: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!

নির্দিষ্ট স্টেশনের পরেও যাত্রা করার হলে আপনার টিকিটে গন্তব্য স্টেশন বাড়ানো যেতে পারে ৷ এর জন্য আলাদা করে শুল্ক দিতে হতে পারে ৷

আরও পড়ুন: ডিজিটাল গোল্ড ট্রেডিং নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে সরকার, আসছে SEBI এবং RBI মাস্টারপ্ল্যান!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্ল্যাটফর্ম টিকিট- আপনাকে যদি কোনও কারনে ট্রেনে আচমকা যাত্রা করতে হলে প্ল্যাটফর্ম টিকিট আপনার কাজে আসতে পারে ৷ ট্রেনের TTE-র সঙ্গে যোগাযোগ করে টিকিট জারি করার বিষয়ে বলতে পারেন ৷ টিটিই একটি পেনাল্টি চার্জ নিয়ে টিকিট জারি করতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনের টিকিট হারিয়ে গেলে কী করতে হবে জেনে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল