আরও পড়ুন: অবৈধ ভাবে পিএম কিষানের সুবিধা নেওয়া কৃষকদের লিস্ট জারি, ফেরত নেওয়া হবে টাকা
তবে এত চিন্তার কোনও কারন নেই ৷ টিকিট হারিয়ে গেলে টিটি আপনাকে টিকিট না থাকার কারনে জরিমানা নিতে পারে না ৷ ভারতীয় রেলের (Indian Railways) তরফে যাত্রীদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ যাত্রীদের এই নিয়ম সম্বন্ধে জেনে রাখা দরকার যাতে স্টেশনে বা ট্রেনে রেলের কোনও স্টাফ সমস্যা না করতে পারে ৷ টিকিট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের আলাদা নিয়ম রয়েছে ৷ নিয়ম সংক্রান্ত না জানলে টিটি এর সুবিধা নিয়ে মোটা টাকা জরিমানা নিতে পারে ৷
advertisement
নতুন টিকিট জারি করা যেতে পারে-
টিকিট হারিয়ে গেলে ৫০ টাকা জরিমানা দিয়ে নতুন টিকিট পেয়ে যেতে পারেন ৷ টিটিই-এর সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি জানিয়ে নতুন টিকিট জারি করার জন্য বলতে হবে ৷ টিটিই কিছু অতিরিক্ত চার্জ নিয়ে নয়া টিকিট জারি করতে পারবেন ৷ রিজার্ভেশন চার্ট চেয়ার তৈরি হওয়ার আগে টিকিট হারিয়ে যাওয়ার বিষয়ে জানালে ৫০ শতাংশ চার্জের সঙ্গে নতুন টিকিট জারি করে দেওয়া হবে ৷
আরও পড়ুন: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!
নির্দিষ্ট স্টেশনের পরেও যাত্রা করার হলে আপনার টিকিটে গন্তব্য স্টেশন বাড়ানো যেতে পারে ৷ এর জন্য আলাদা করে শুল্ক দিতে হতে পারে ৷
আরও পড়ুন: ডিজিটাল গোল্ড ট্রেডিং নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে সরকার, আসছে SEBI এবং RBI মাস্টারপ্ল্যান!
প্ল্যাটফর্ম টিকিট- আপনাকে যদি কোনও কারনে ট্রেনে আচমকা যাত্রা করতে হলে প্ল্যাটফর্ম টিকিট আপনার কাজে আসতে পারে ৷ ট্রেনের TTE-র সঙ্গে যোগাযোগ করে টিকিট জারি করার বিষয়ে বলতে পারেন ৷ টিটিই একটি পেনাল্টি চার্জ নিয়ে টিকিট জারি করতে পারে ৷