প্রথমে আধ বিঘা জমিতে চা গাছ রোপন করেন তিনি। কিন্তু গাছগুলিকে বাঁচাতে পারেননি সে সময়। কৃষকের কথাতে তাঁদের জমির মাটি বেলে মাটি। এই মাটিতে বালির ভাগ বেশি থাকায় জল ধরে না। যারফলে নষ্ট হচ্ছিল চা গাছ। এরপর রাজু তুরি ও তার বাবা চা বাগানগুলিতে গিয়ে সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনে নেন চা গাছের যত্ন। এরপর অন্য স্থান থেকে মাটি এনে জমি তৈরি ও নালা তৈরি করে সাড়ে চার বিঘা জমিতে চা গাছ রোপন করেন তারা।
advertisement
আরও পড়ুন: ফলন বারো মাস, লাভও প্রচুর! ভিয়েতনামি এই কাঁঠাল চাষ করে তাক লাগাচ্ছেন ইঞ্জিনিয়ার ছাত্র
গাছগুলি বড় হয়েছে। বর্তমানে চা পাতা তোলার কাজ শুরু হয়েছে। চা বাগানের মাঝে ছায়া গাছ হিসেবে সুপরি গাছ রোপন করেছেন তারা। এক জমি থেকে দুটি ফসল উৎপন্ন করছেন তারা। যারফলে কিছুটা লাভের মুখ দেখছেন।
আরও পড়ুন: মাত্র ৭০ টাকা বিনিয়োগ করেই হয়ে উঠতে পারেন লাখপতি, বুঝে নিন হিসেব
কৃষক রাজু তুরি জানান,”চা বাগান সম্পর্কে ধারণা সকলের রয়েছে তবে জমিতে চা গাছ রোপনের ভাবনা এই এলাকায় আমরা প্রথম নিয়েছি। এলাকার আরও কৃষকরা এই চা চাষ শুরু করবেন বলে আমাদের ধারণা। চা পাতা তুলে আমরা একটি বেসরকারি সংস্থাকে দিয়ে থাকি।”
Annanya Dey