TRENDING:

Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ড বনাম স্টক! বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের থেকে জেনে নিন কোনটা আপনার জন্য আদর্শ!

Last Updated:

Stock Investment: প্রতিটি বিনিয়োগে সকলের নিজস্ব ইউনিট বা শেয়ার থাকে। এই টাকা ইক্যুইটি, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট অথবা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হল একটি ট্রাস্টের আকারে প্রতিষ্ঠিত একটি তহবিল, যা একাধিক বিনিয়োগকারীর থেকে অর্থ সংগ্রহ করে। সকলের অর্থকে জুড়ে বিভিন্ন সেক্টরে একসঙ্গে বিনিয়োগ করা হয়। প্রতিটি বিনিয়োগে সকলের নিজস্ব ইউনিট বা শেয়ার থাকে। এই টাকা ইক্যুইটি, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট অথবা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগ থেকে যা লাভ হয়, তা বিনিয়োগকারীদের মধ্যে তাদের ইউনিটের ভাগ অনুযায়ী বণ্টন করে দেওয়া হয়।
Stock Or Mutual Fund
Stock Or Mutual Fund
advertisement

মিউচুয়াল ফান্ডের সুবিধা:

বিনিয়োগের পোর্টফোলিওকে নিজে পরিচালনা না-করে লগ্নিকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, কারণ এই ক্ষেত্রে এক জন পেশাদার ম্যানেজার এই বিনিয়োগ সংক্রান্ত বিষয় পরিচালনা করে থাকেন। ব্যক্তিগত স্টকের তুলনায় মিউচুয়াল ফান্ডে অনেক কম ঝুঁকি থাকে। আর এটি কম টাকায় বিনিয়োগের সুবিধা প্রদান করার পাশাপাশি একাধিক জায়গায় বিনিয়োগ করার সুবিধা প্রদান করে।

advertisement

আরও পড়ুন- অ্যাকটিভ না প্যাসিভ! জানেন, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক

প্রত্যেক মিউচুয়াল ফান্ডে এক জন ম্যানেজার থাকেন, যিনি তহবিলকে পরিচালনা করেন। ফান্ড ম্যানেজাররা সাধারণত বাজার পরিস্থিতি বিচার করে নতুন বিনিয়োগ করে বা পুরনো বিনিয়োগ তুলে নেন। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরন থাকে, যা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে। কিছু মিউচুয়াল ফান্ড শুধুমাত্র ইক্যুইটি মার্কেটেই বিনিয়োগ করে, যার ফলে ঝুঁকিও বেশি থাকে।

advertisement

মিউচুয়াল ফান্ড কি বিনিয়োগের ভালো বিকল্প?

যে সমস্ত বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে চাইছেন, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প। একটি কোম্পানি বা স্টকে সমস্ত টাকা বিনিয়োগ না-করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক একাধিক এবং ভিন্ন ভিন্ন সেক্টরে বিনিয়োগ করা যায়। এর ফলে পোর্টফোলিওর ঝুঁকিও অনেকটাই কমে যায়।

আরও পড়ুন- "আরজেডি মন্ত্রীরা কোনও নতুন গাড়ি কিনবেন না:" একগুচ্ছ নির্দেশ তেজস্বী যাদবের

advertisement

মিউচুয়াল ফান্ডের খারাপ দিকগুলি কী কী?

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সমস্ত নিয়ন্ত্রণ ফান্ড ম্যানেজারের (Fund Managers) কাছে থাকে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীর মতামত দেওয়ার কোনও জায়গা থাকে না। লগ্নিকারীকে ফান্ড ম্যানেজারের সাফল্য বিচার করে ফান্ড বেছে নিতে হয়। এ-ছাড়া, ম্যানেজমেন্ট ফি হিসেবেও অতিরিক্ত টাকা প্রদান করা হয়, যা অনেক ক্ষেত্রেই ব্রোকারেজ কোম্পানির ফি-এর থেকে কম হতে পারে।

advertisement

মিউচুয়াল ফান্ড বিনিয়োগ কি নিরাপদ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যান্য সিকিউরিটিজ-এর মতো মিউচুয়াল ফান্ডেও ঝুঁকি রয়েছে। যদিও মিউচুয়াল ফান্ডের লক্ষ্যই হল বিনিয়োগের ঝুঁকি কমানো। বিভিন্ন দিকে বিনিয়োগ করে লোকসানের ঝুঁকি কমিয়ে আনার জন্য বিনিয়োগকারীরা এই ফান্ডগুলিতে বিনিয়োগ করে থাকেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ড বনাম স্টক! বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের থেকে জেনে নিন কোনটা আপনার জন্য আদর্শ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল