সরকারের তরফে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২২ করা হয়েছে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের শীঘ্রই প্যান ও আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
কীভাবে লিঙ্ক করবেন প্যান ও আধার
advertisement
- প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইটের সাহায্যে জেনে নিন আপনার প্যান ও আধার লিঙ্ক রয়েছে ?
- এর জন্য সবার প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে
- আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে
- আধার কার্ডে কেবল জন্মের বছরে পাশে স্কোয়্যারে ঠিক করুন, এরপর ক্যাপচা কোড দিতে হবে
- এবার Link Aadhaar-এ ক্লিক করতেই লিঙ্ক হয়ে যাবে প্যান ও আধার
এসএমএস পাঠিয়ে কীভাবে করবেন লিঙ্ক
এসএমএস-এর মাধ্যমেও লিঙ্ক করতে পারবেন প্যান ও আধার কার্ড ৷ এর জন্য আপনার ফোনে UIDPAN টাইপ করতে হবে ৷ এরপর ১২ অঙ্কের আধার নম্বর লিখে ১০ অঙ্কের প্যান নম্বর লিখে পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে ৷ তাহলেই লিঙ্ক হয়ে যাবে আপনার প্যান ও আধার ৷
কীভাবে চালু করবেন নিষ্ক্রিয় প্যান
নিষ্ক্রিয় প্যান ফের চালু করা যেতে পারে ৷ এর জন্য কেবল একটি এসএমএস পাঠাতে হবে ৷ রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে ১২ অঙ্কের আধার নম্বর লিখতে হবে, এরপর স্পেস দিয়ে ১০ অঙ্কের প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে পাঠালে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার প্যান কার্ড ৷