TRENDING:

New Business Ideas: এই বিশেষ পদ্ধতি মেনে শুরু করুন কাজ, লাভ হবে বিরাট

Last Updated:

New Business Ideas: একটা সময় মরশুম ছাড়া ভুট্টা চাষ করা সম্ভব হতো না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: আধুনিকতার এই যুগে কৃষিক্ষেত্রে এসেছে নতুন ধরনের বিভিন্ন চাষের পদ্ধতি। এই পদ্ধতিগুলি ব্যবহার করা যেমন সহজ। ঠিক তেমনি ওই পদ্ধতিগুলি ব্যবহার করলে লাভের মাত্রাও হয় অনেকটাই বেশি। মূলত এই কারণেই চাষ আবাদের মধ্যে আগ্রহ জন্মাচ্ছে নতুন প্রজন্মের।
advertisement

বর্তমানে ভোটটা কিংবা পাট চাষ করা অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। একটা সময় মরশুম ছাড়া ভুট্টা চাষ করা সম্ভব হতো না। তবে বর্তমানে প্রায় সারা বছরই ভুট্টা চাষ করা সম্ভব। এছাড়া পাট চাষ করতে চাষীদের যে বিপুল পরিমাণ শ্রম দিতে হতো। সেটাও এখন কমে গিয়েছে অনেকটাই।

আরও পড়ুন: SBI স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টগুলি কী কী? বিশেষ কী সুবিধা পাবেন দেখে নিন

advertisement

কোচবিহারের দিনহাটা মহকুমার সীমান্ত লাগোয়া সাহেবগঞ্জ এলাকার এক কৃষক মুজাহিদ হোসেন জানান, “আধুনিক কৃষি পদ্ধতিতে যে কোন চাষ আবাদ করা অনেকটাই সহজ। এছাড়া সরকারি বিভিন্ন সহযোগিতা তো রয়েছেই। চাষাবাদের উন্নতি ঘটাতে এসেছে নতুন ধরনের বিভিন্ন মেশিন। এই মেশিন গুলি ব্যবহার করলে সামান্য শ্রম দিয়ে চাষ করা সম্ভব। এছাড়া মুনাফার পরিমাণ থাকে অনেকটাই বেশি। এমনই দুই মেশিনের নাম সিড ড্রিলিং মেশিন ও জিরো টিলেজ মেশিন। এই মেশিন ব্যবহার করে জমি চাষ না করেও ভুট্টা বা পাট বোনা সম্ভব সহজেই। এছাড়া এই অত্যাধুনিক মেশিন ব্যবহার করে ভুট্টা চাষ বছরের যেকোন মরশুমে করা যায় খুব সহজেই।”

advertisement

View More

আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে ২০,৫০০ টাকা করে পাবেন, মাসিক খরচ নিয়ে চিন্তা করতে হবে না

তিনি আরও জানান, “যদিও বর্তমান সময়ে বেশিরভাগ কৃষক পাট চাষ শুরু করেছেন। তবে কৃষকদের এখন সবচাইতে বড় সমস্যা শ্রমিক পাওয়া। তবে এই দুই মেশিন ব্যবহার করলে শ্রমিক ছাড়াই পাট চাষ করা সম্ভব হবে। এছাড়া সময় লাগবে অনেকটাই কম। মুনাফা পাবেন অনেকটাই বেশি। এই মেশিন ভাড়া নিতে খুব একটা বেশি খরচ হয় না। নিজেদের নিকটবর্তী যেকোন ফার্মার প্রডিউসার কোম্পানি কিংবা ফার্মার প্রডিউসার সংস্থা থেকে ভাড়া পাবেন এই মেশিন। এছাড়া সরকারি সহায়তায় নিজেরাও এই মেশিন কিনতে পারেন।”

advertisement

বর্তমান সময়ে এই দুই মেশিন চাষ আবাদের জন্য ব্যবহার করছেন বহু কৃষক। এবং এই মেশিন ব্যবহারে লাভের পরিমাণ বেড়েছে এই কৃষকদের বেশ অনেকটাই।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: এই বিশেষ পদ্ধতি মেনে শুরু করুন কাজ, লাভ হবে বিরাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল