TRENDING:

Business Idea: চাকরির পাশাপাশি মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

Business Idea: প্রতি মাসে আয় করবেন লাখ লাখ টাকা ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা করার জন্য সরকারের তরফে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি পাবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম (How to earn money) করতে চান ? তাহলে চাকরির পাশাপাশি শুরু করে দিন এই ব্যবসা ৷ প্রতি মাসে আয় করবেন লাখ লাখ টাকা ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যবসা করার জন্য সরকারের তরফে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি পাবেন ৷ সম্প্রতি দেখা গিয়েছে মুক্ত চাষের (Pearl farming) উপর মানুষের ইন্টারেস্ট বাড়ছে ৷ মুক্তর চাষ করে একাধিক জন লক্ষপতি হয়ে উঠেছে ৷
advertisement

আরও পড়ুন: রেকারিং ডিপোজিট করাবেন ভাবছেন ? আগে জেনে নিন সুবিধা ও অসুবিধাগুলি ....

মুক্তর চাষ করার জন্য কী কী লাগবে ?

এর জন্য একটি পুকুর, ঝিনুক (যেখান থেকে মুক্ত তৈরি করা হয়) এবং প্রশিক্ষণ, এই তিনটি জিনিস প্রয়োজন ৷ পুকুর আপনি নিজের খরচায় বানাতে পারবেন বা সরকারের থেকে ৫০ শতাংশ সাবসিডির সুবিধাও নিতে পারেন ৷ ঝিনুক দেশের বিভিন্ন রাজ্যে পাওয়া যায় ৷ তবে দক্ষিণ ভারত এবং বিহারের দ্বারভাঙায় ঝিনুকের কোয়ালিটি সবচেয়ে ভাল ৷ এই চাষের জন্য দেশে একাধিক সংস্থা রয়েছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: পোস্ট অফিস না SBI এফডি ? কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন....

কীভাবে চাষ করা হয় ?

সবার প্রথমে ঝিনুকগুলি একটি জালে বেঁধে পুকুরে ১০ থেকে ১৫দিনের জন্য ডুবিয়ে রাখা হয় ৷ এরপর সেগুলিকে তুলে সার্জারি করা হয় ৷ সার্জারি মানে ঝিনুকের ভিতরে একটি কণা বা পার্টিকেল ঢোকানো হয় ৷ এরপর উপরেই ঝিনুকের স্তর তৈরি হয়, যা পরবর্তীতে মুক্তায় পরিণত হয়।

advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঋণ পাওয়ার জন্য কী করতে হবে....

কত টাকায় এই ব্যবসা শুরু করা যাবে ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একটি ঝিনুক তৈরি করতে ২৫ থেকে ৩৫ টাকা খরচা হয়ে থাকে ৷ তৈরি হয়ে যাওয়ার পর একটি ঝিনুক থেকে ২টি মুক্ত পাওয়া যায় ৷ একটি মুক্তোর দাম কমপক্ষে ১২০ টাকা হয় ৷ কোয়ালিটি ভাল হলে ২০০ টাকারও বেশি দাম হতে পারে ৷ এক একের পুকুরে ২৫ হাজার ঝিনুক তৈরি করলে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হবে ৷ তৈরি হতে গিয়ে ধরে নেওয়া যাক ৫০ শতাংশ নষ্ট হয়ে গেল তা হলেও হিসেব অনুযায়ী বছরে প্রায় ৩০ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরির পাশাপাশি মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল