জানা গিয়েছে, শেয়ার মার্কেটে মোটা টাকা লাভের লোভ দেখিয়ে অনিমেষ নামে এক ব্যক্তির সঙ্গে গত কয়েক মাস আগে ফোনে যোগাযোগ করে অভিযুক্ত। অনলাইনে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেখানো হয় অনিমেষবাবুকে। সেই ফাঁদে পা রাখতেই, প্রথমে তাঁকে একটি টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে বলা হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বৃষ্টিতে ধান ও সবজি চাষে মারাত্মক ক্ষতি, মাথায় হাত কৃষকদের
advertisement
পরে একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে সেখানে ট্রেডিংয়ে যুক্ত হতেও বলা হয় প্রতারকদের তরফে। ভুক্তভোগীর দাবি, গ্রুপে যোগ দেওয়ার পরে সেখানে চলতে থাকা ট্রেডিং দেখে বিশ্বাস জন্মায় তাঁর। এরপর ধাপে ধাপে মোট ১৮ লক্ষ টাকা অনলাইনে পাঠান তিনি। কিন্তু যখন টাকা তোলার সময় আসে, তখন বিভিন্ন অজুহাতে আরও টাকা দাবি করা হতে থাকে।
আরও পড়ুন: ধনী হতে চাইলে সোনা না এবার কিনতে হবে ‘এই’ ধাতু !
জানানো হয়, অতিরিক্ত টাকা ইনভেস্ট না করলে তাঁর লাভের টাকা উইথড্র সম্ভব নয়। অনিমেষবাবু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে টেলিগ্রাম গ্রুপের সূত্র ধরেই লেকটাউন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃতের নাম মৈনাক বাগচী। ধৃতের মোবাইল ও ল্যাপটপ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে একটি বড় প্রতারণা চক্র কাজ করতে পারে। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Rudra Narayan Roy