TRENDING:

ভুলেও ১১ টাকার ‘রিচার্জ’ করবেন না, হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন

Last Updated:

দেখে নিন কত ভাবে এবং কী কী পদ্ধতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন প্রতারকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাইবার ফ্রডের ঘটনা যে ভাবে বাড়ছে তাতে প্রতি পদক্ষেপে সাবধান থাকতে হবে সকলকেই ৷ একটা ভুল পদক্ষেপের জেরে মুহূর্তের মধ্যে খোয়াতে পারেন সমস্ত টাকা ৷ সম্প্রতি থানের এক প্রবীণ নাগরিক অনলাইন ফ্রডের শিকার হয়েছেন ৷ সিম কার্ড ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ওই ব্যক্তির থেকে ৬ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা ৷ সকলকে সচেতন করার উদ্দেশ্যে News18Hindi এর তরফে একটি অনলাইন ফ্রড নিয়ে সিরিজ করা হচ্ছে ৷ এই সিরিজের দেখানো হয়েছে কত ভাবে এবং কী কী পদ্ধতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন প্রতারকরা ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/deadline-to-link-uan-and-aadhaar-number-extended-till-31st-december-dc-657751.html

জানা গিয়েছে, পুনের বাসিন্দার রাধেশ্যামের (নাম বদলানো) কাছে ফোন আসে টেলিকম সংস্থার নাম করে ৷ প্রতারকরা ফোন করে বলে,‘স্যার আপনার সিম কার্ড শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে কারন এর ভেরিফিকেশন হয়নি ৷ একদিনের মধ্যে ভেরিফিকেশন না করালে আপনার সিম বন্ধ হয়ে যাবে ৷’

রাধেশ্যাম তাঁকে জানান টেলিকম সংস্থার অফিসে গিয়ে সিম ভেরিফিই করে নেবেন ৷ কিন্তু ফ্রডস্টার জানান, ‘আপনার নিজের যাওয়ার দরকার নেই ৷ আপনাকে একটি লিঙ্ক পাঠাচ্ছি যেখানে ক্লিক করে মাত্র ১১ টাকার পেমেন্ট করলেই ভেরিফিকেশন হয়ে যাবে ৷’ রাধেশ্যামের জন্য সংস্থার অফিসে গিয়ে এটা করাতে অনেকটাই সময় লেগে যাবে ৷ ফলে তিনি অনলাইন পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/national/to-get-4000-rupees-from-pm-kisan-yojona-do-this-by-30th-september-dc-657731.html

রাধেশ্যাম লিঙ্ক খুললেও পেমেন্ট করতে পারেননি ৷ এরপর প্রতারকরা আরও একটি লিঙ্ক পাঠায় ৷ এই লিঙ্ক খোলার পর রাধেশ্যামের ফোন প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় এবং মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ ২৫ হাজার তুলে নেওয়া হয় ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/government-employees-might-get-rs-218200-in-october-2021-but-how-dc-657666.html

BSNL এর তরফে জারি অ্যালার্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

BSNLএর তরফে দু’দিন আগেই ব্যবহারকারীদের জন্য অ্যালার্ট মেসেজ পাঠানো হয়েছে ৷ সংস্থার তরফে গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ অ্যালার্ট জারি করে বলা হয়েছে, কোনও নম্বর থেকে ফোন করে ভেরিফিকেশনের জন্য কোনও লিঙ্কে ক্লিক করতে বা অ্যাপ ডাউনলোড করতে বলা হলে শীঘ্রই সাবধান হয়ে যাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভুলেও ১১ টাকার ‘রিচার্জ’ করবেন না, হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল