গৃহঋণের সুদে বড় ছাড় দিচ্ছে ব্যাঙ্ক। গ্রাহকরা এই অফারটি ৩১ মার্চ পর্যন্ত পাবেন। অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত গৃহঋণ গ্রহণকারী গ্রাহকরা স্বল্প সুদে ঋণ পাবেন। এই অফারটি পেতে গ্রাহকদের ভাল ক্রেডিট স্কোর থাকতে হবে।
নতুন অফারের অধীনে গ্রাহকদের নিয়মিত হোম লোনের উপর SBI ৮.৬০% সুদ দিচ্ছে। SBI হোম লোনের সুদের হারে ০.৩০ শতাংশ থেকে ০.৪০ শতাংশ ছাড় দিচ্ছে।
advertisement
আপনি যে পরিমাণ ছাড় পাবেন তা আপনার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে। ৭০০ থেকে ৮০০ ক্রেডিট স্কোর সহ গ্রাহকদের এই ছাড় দেওয়া হবে। ক্যাম্পেইন রেটের আওতায় গ্রাহকদের ৮.৬০ শতাংশ হারে ৮.৯০ শতাংশ ঋণ দেওয়া হচ্ছে। এই ০.৩০ শতাংশ ছাড় ৮০০ বা তার বেশি ক্রেডিট স্কোর সহ গ্রাহকদের জন্য রয়েছে।
আরও পড়ুন, মালদহে ভয়াবহ দুর্ঘটনা, নয়ানজুলিতে পড়ল বাস, মৃত ২, আহত অন্তত ৩০
আরও পড়ুন, গিরগিটির মতো রং বদল আবহাওয়ার! ২ দিনে হু হু হাওয়ায় ভর করে শীত ফিরবে বঙ্গে, জানুন
পুরো বিষয়টি ক্রেডিট স্কোরের উপরেই নির্ভর করছে। গ্রাহকদের ক্রেডিট স্কোর যত ভাল হবে, সুদের হারের ছাড়ের পরিমাণ তত বাড়বে। আগামীকাল পেশ হবে বাজেট। তার আগেই খুশির খবর এসবিআই-এর ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য।