যে নম্বর থেকে এই বার্তাগুলি আসছে তা ব্যাঙ্ক এবং পুলিশকেও জানান।এসবিআই এই ধরনের বার্তা পাঠায় না । গ্রাহকদের বলা হয়েছে যে এ ধরনের এসএমএস-এর উত্তর দেবেন না। এই ধরনের মেসেজ পেলে অবিলম্বে report.phishing@sbi.co.in-এ অভিযোগ করুন। প্রতারকদের পাঠানো লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা এবং আপনার ব্যক্তিগত ডেটা হারানোর ঝুঁকি থাকে।
advertisement
আপনার ফোন বা ইমেল-আইডিতে স্ক্যামারের পাঠানো যে কোনও লিঙ্কে ক্লিক করলে স্ক্যামারকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় ডেটা নিয়ে নেয়। তাই ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্যের জন্য জিজ্ঞাসা করা কোনও ইমেল/এসএমএস/হোয়াটসঅ্যাপে উত্তর দেবেন না। এমন কোনও মেসেজ পেলে অবিলম্বে report.phishing@sbi.co.in-এ রিপোর্ট করুন। এছাড়াও আপনি ১৯৩০ কল করতে পারেন।
আরও পড়ুন, বিরোধী ঐক্য গড়তে কোমর বেঁধে নেমেছেন নীতীশ! কেজরির পরে বৈঠক রাহুল-খাড়্গের সঙ্গে
আরও পড়ুন, নজরে মমতা-কেজরিওয়াল বৈঠক, মোদি বিরোধী মহাজোটের ভিত মজবুত করাই কি লক্ষ্য?
SBI ওয়েবসাইটে বলা হয়েছে কখনই তারা গ্রাহকদের মেসেজ বা মেলের মাধ্যমে কোনও ব্যক্তিগত তথ্য চায় না। বিশেষ করে যে তথ্যে অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য রয়েছে। ফলে এমন কোনও মেসেজ আসলে দ্রুত সতর্ক হয়ে যাইয়াই ভাল।