TRENDING:

গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!

Last Updated:

Bank Lockers: গ্রাহক যে ব্যাঙ্কের লকার চান, সাধারণত সেই ব্যাঙ্কের যে কোনও শাখায় অ্যাকাউন্ট খুলতে হয়, এমনই দাবি করে ব্যাঙ্কগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোনাদানা হোক কিংবা বাড়ির দলিল, মূল্যবান সম্পত্তি বাড়িতে রাখা পুরোপুরি নিরাপদ নয়। চুরির ভয় থাকেই। অগত্যা ভরসা ব্যাঙ্কের লকার। কিন্তু লকার চাই বললেই মেলে না। কিছু শর্ত পূরণ করতে হয়। গ্রাহক যে ব্যাঙ্কের লকার চান, সাধারণত সেই ব্যাঙ্কের যে কোনও শাখায় অ্যাকাউন্ট খুলতে হয়, এমনই দাবি করে ব্যাঙ্কগুলি। তাছাড়া আবেদনকারীকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ন্যূনতম ১৮ বছর বয়স হতেই হবে।
advertisement

আরও পড়ুন:  ৯৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই চা, রেকর্ড করল ‘গোল্ডেন পার্ল’!

সাধারণত চার রকম লকার হয়। ছোট, মাঝারি, বড় এবং খুব বড়। গ্রাহক তাঁর প্রয়োজন মতো লকার ভাড়া নিতে পারেন। লকার ফাঁকা থাকলে আবেদনের সঙ্গে সঙ্গে তা মিলবে। না হলে ওয়েটিং লিস্টে নাম লেখাতে হবে। ফাঁকা হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ডেকে নেবে। তবে খেয়াল রাখতে হবে ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের কোনও ক্ষতি হলে বা লকারের সামগ্রী হারিয়ে গেলে ব্যাঙ্কগুলি দায়ী থাকবে না। লকার চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা ব্যাঙ্ক কর্মচারীদের দ্বারা প্রতারণা হলে ব্যাঙ্কের দায়িত্ব হবে লকারের ভাড়ার ১০০ গুণ পর্যন্ত।

advertisement

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত

লকার ভাঙার নিয়ম

প্রতি বছর লকার ভাড়া মেটাতে হয়। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তা কেটে নেয় ব্যাঙ্ক। ভাড়া না পেলে বা দীর্ঘদিন লকার ব্যবহার না করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকার ভাঙতে পারে। তার আগে অবশ্য তিন বার গ্রাহককে চিঠি দিয়ে জানানো হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহক যদি দীর্ঘদিন লকার না খোলেন তবে ব্যাঙ্কের লকার ভাঙার অধিকার রয়েছে।

advertisement

গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হয়

তবে লকার ভাঙার আগে গ্রাহককে জানানো হয়। ফোন করে বা এসএমএসের মাধ্যমে গোটা বিষয়টা খুলে বলা হয়। পাঠানো হয় চিঠিও। এরপরেও কোনও সাড়া না পাওয়া গেলে, ব্যাঙ্কের তরফে সংবাদপত্রে নোটিস জারি করা হয় যে গ্রাহককে ব্যাঙ্কে এসে লকার খুলে দিতে হবে।

আরও পড়ুন: আরোগ্য সেতু অ্যাপে তৈরি করুন ‘ইউনিক হেলথ আইডি নম্বর’, পাবেন প্রচুর সুবিধা!

advertisement

প্রক্রিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এরপরও যদি গ্রাহক লকার খুলতে না আসেন, তখন ব্যাঙ্ক সাক্ষীদের ডাকে। একজন ব্যাঙ্ক কর্মকর্তা এবং দুজন স্বাধীন ব্যক্তির উপস্থিতিতে লকার ভাঙা হয়। পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হয়। লকার থেকে পাওয়া জিনিসগুলি একটি খামে সিল করে ফায়ার প্রুফ লকারে রাখা হয়। শুধু মাত্র লকার ফাঁকা করে অন্যকে সুযোগ করে দেওয়ায়ই এর উদ্দেশ্য। গ্রাহক পরে এসে দাবি করলেই নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গয়না, মূল্যবান সম্পত্তি রাখতে চান? দেখে নিন কীভাবে ব্যাঙ্কের লকার ভাড়া নেবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল