আরও পড়ুন: একাধিক ক্রেডিট কার্ড কি রাখা উচিত? এর ফলে ক্রেডিট স্কোরের উপর কী প্রভাব পড়ে?
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর ২৯ জুন একটি সাংবাদিক বৈঠকে রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছেন, জিএসটি-র নতুন রেট ১৮ জুলাই থেকে লাগু করা হবে ৷ এর জেরে ১৮ জুলাই থেকে টেট্রা প্যাকের দই, লস্যির মতো জিনিসের দাম বাড়তে চলেছে ৷ এছাড়া হাসপাতালে চিকিৎসা করানোর জন্যেও দিতে হবে বেশি টাকা ৷
advertisement
আরও পড়ুন: ৩০ বছর বয়সে জীবন বিমা কি সঠিক পদক্ষেপ? জানুন খুঁটিনাটি!
কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে -
-- টেট্রা প্যাকের দই, লস্যি ও বাটার মিল্কে ৫ শতাংশ জিএসটি লাগু করা হবে ৷
-- নতুন চেক বুক জারি করলে ব্যাঙ্কের তরফে যে ফি নেওয়া হয় তার উপরে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে ৷
--হাসপাতালে ৫০০০ টাকা (আইসিইউ ছাড়া) বা তার বেশি দামের রুমের ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি দিতে হবে ৷
-- ১০০০ টাকার কম দামের হোটেল রুমে ১২ শতাংশ জিএসটি দিতে হবে ৷
-- এলইডি লাইট, এলইডি ল্যাম্পে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে ৷
-- ব্লেড, পেপার, কাঁচি, পেন্সিল সার্পনার, চামচ, কাঁটা চামচ ইত্যাদির উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে ৷ বর্তমানে এর উপরে ১২ শতাংশ জিএসটি দিতে হয় ৷
আরও পড়ুন: আগামী ৫ বছরে দেশে নিষিদ্ধ করা হবে পেট্রোল, দাবি নীতিন গড়করির!
দাম কমবে কোন কোন জিনিসের?
--রোপওয়েতে যাত্রার ক্ষেত্রে ১৮ শতাংশের বদলে দিতে হবে ৫ শতাংশ জিএসটি ৷
--শরীরের কৃত্রিম উপকরণ ও বডি ইমপ্ল্যান্টের ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
-- প্রতিরক্ষা বিভাগের জন্য ইম্পোর্ট করা বেশ কিছু জিনিসের উপর জিএসটি দিতে হবে না ১৮ জুলাই থেকে ৷