TRENDING:

গ্রাহকদের সরাসরি ৬ লক্ষ টাকার সুবিধা দিয়ে থাকে PNB, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....

Last Updated:

প্রতি মাসে সামান্য টাকা জমা করে পুরো ৬ লক্ষ টাকার সুবিধা পেয়ে যেতে পারেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা বেশ জরুরি ৷ প্রতি মাসে সামান্য টাকা জমা করে পুরো ৬ লক্ষ টাকার সুবিধা পেয়ে যেতে পারেন ৷
advertisement

ব্যাঙ্ক ৪ লক্ষ টাকার সুবিধা দিয়ে থাকে-

৪ লক্ষ টাকার বেনিফিট নেওয়ার জন্য সরকারের দুটি যোজনায় ইনভেস্ট করতে হবে ৷ দুটি স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) ৷ এই দুটি যোজনায় অত্যন্ত কম টাকা ইনভেস্ট করতে হবে ৷ দুটি স্কিম মিলিয়ে বছরে কেবল ৩৪২ টাকা জমা করতে হবে ৷

advertisement

আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসায় নামতে চান? এই ব্যবসায় পা রাখলে প্রথম মাস থেকেই ১ লক্ষ টাকার বেশি আয় করা যায়!

PMJJBY যোজনায় কেবল ৩৩০ টাকা বার্ষিক কিস্তিতে ২ লক্ষ টাকার সুবিধা মিলবে-

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PMJJBY) জন্য বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হয় ৷ এই যোজনায় লাইফ কভার পাবেন পলিসি হোল্ডার ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাহলে পরিবারের সদস্যরা পেয়ে যাবেন ২ লক্ষ টাকা ৷ এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইসিএস-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ৷

advertisement

আরও পড়ুন: ৪০,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৬ মাসে আয় করবেন ১০ লক্ষ টাকা!

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা-

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) বেশ কম প্রিমিয়ামে জীবন বিমা সুবিধা দিয়ে থাকে ৷ কেন্দ্র সরকারের তরফে PMSBY এমন একটি স্কিম যেখানে কেবল ১২ টাকায় অ্যাকাউন্ট হোল্ডারকে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷

advertisement

জনধন অ্যাকাউন্ট হোল্ডাররা বিনামূল্যে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা-

ব্যাঙ্কের তরফে জনধন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ গ্রাহকদের ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স কভারের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

আরও পড়ুন: আরও উন্নত দেশের রাস্তাঘাট, ঝাড়খণ্ডের সড়ক নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করবে প্রায় ১ লাখ কোটি টাকা!

advertisement

অটল পেনশন যোজনা-

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কেন্দ্র সরকার কম ইনভেস্টমেন্টে পেনশন গ্যারেন্টি দেওয়ার জন্য অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) শুরু করা হয়েছিল ৷ অটল পেনশন যোজনা অনুযায়ী, সরকার মাসে ১০০০ থেকে ৫০০০ টাকার পেনশনের গ্যারেন্টি দিয়ে থাকে ৷ সরকারের এই স্কিমে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের সরাসরি ৬ লক্ষ টাকার সুবিধা দিয়ে থাকে PNB, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল