Mint-র একটি রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা (DA) মহার্ঘ্য ত্রাণ (DR) একই সময়ে অনেকটা বাড়বে। এমনকী লকডাউনে যারা কাজ হারিয়েছিলেন সেই সমস্ত কর্মীদেরও অনেকটা আর্থিক সুরাহা হবে। এই বছরের মার্চ মাসে ইপিএফওর সেন্ট্রাল বোর্ড, ২০২০-২১ অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে টাকা জমার ওপর ৮.৫ শতাংশ সুদ দেওয়ার কথা ঘোষণা করে।
advertisement
প্রতি বছর সিবিটি (Central Board of Trustees) EPFO-র বিনিয়োগ গুলিকে নিশ্চিত করে। যাতে পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা টাকা বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও আগ্রহী হয়। এছাড়াও গ্রাহকদের জমা টাকা, পেনশন এবং বীমা স্কিমগুলিতে নতুন কিছু যোগ করে নিরাপত্তা প্রদান করে EPFO।
কী ভাবে পিএফ ব্যালেন্স চেক করতে হবে?
KYC করা থাকলে ইএফপিও গ্রাহকরা কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই তাঁদের পিএফ ব্যালেন্স চেক করতে পারবে। এছাড়া SMS ও মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করা যাবে।
তার জন্য ৭৭৩৮২৯৯৮৯৯ একটি SMS পাঠাতে হবে। এই নম্বরে SMS করার সাথে সাথেই ইপিএফও-র তরফে একটি SMS পাঠানো হবে। তাতে পিএফ গ্রাহকের সব বিবরণ দেওয়া থাকবে। এর পাশাপাশি ইপিএফও-র অফিসিয়াল নম্বর ০১১-২২৯০১৪০৬ -এ মিসড কল করে পিএফ ব্যালেন্স চেক করা যাবে।
সূত্রের খবর, বিগত অর্থবর্ষে প্রায় ৭০ হাজার ৩০০ কোটি টাকা আয় করেছে ইপিএফও। আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই সুদের হার নির্ধারিত করে ফেলেছে ইপিএফওর সেন্ট্রাল বোর্ড। অর্থমন্ত্রকের অনুমোদন পেলেই পরিকল্পনা কার্যকর করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রকের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই আশাবাদী ইপিএফও সংগঠনের একাংশের।
সম্প্রতি, কেন্দ্র সরকারের আয়কর নিয়মের (Income Tax Rules) আওতায় প্রভিডেন্ট ফান্ডের জন্য দু’টি আলাদা অ্যাকাউন্ট তৈরি করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স (CBDT) এর তরফে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, এবার থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার বেশি জমা করলে তার উপরের কর ধার্য করা হবে ৷