আরও পড়ুন: সংসারে সমৃদ্ধি পেতে এই নির্দিষ্ট সময়ে পুজো করুন লক্ষ্মী-কুবেরের!
অক্টোবরে পেট্রোলের দাম ৭.৪৫ টাকা বৃদ্ধি করা হয়েছে
অক্টোবর মাসে ২৫ দিনের বেশি দাম বৃদ্ধি করা হয়েছে পেট্রোল ও ডিজেলের (Petrol Price Today) ৷ প্রতিদিন প্রায় ৩০-৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে দাম ৷ এর জেরে অক্টোবরে পেট্রোলের দাম প্রায় ৭.৪৫ টাকা এবং ডিজেল ৭.৯০ টাকা বাড়ানো হয়েছে ৷ ১ অক্টোবর দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৯ টাকা এবং ডিজেল ৯০.১৭ ছিল ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৷ মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে চলেছে জ্বালানির দাম ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 2 November 2021)
- দিল্লি- পেট্রোল ১১০.০৪ টাকা, ডিজেল ৯৮.৪২ টাকা
- মুম্বই- পেট্রোল ১১৫.৮৫ টাকা, ডিজেল ১০৬.৬২ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৬.৬৬ টাকা, ডিজেল ১০২.৫৯ টাকা
- কলকাতা- পেট্রোল ১১০.৪৯ টাকা, ডিজেল ১০১.৫৬ টাকা
আরও পড়ুন: কখন এডিস মশা বেশি কামড়ায়? ডেঙ্গু সংক্রমণ এড়াতে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে?
প্রতিদিন সকাল ৬টায় দাম বদলানো হয় পেট্রোল ও ডিজেলের-
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today) জারি করে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: Gold Price Today: সোনা কেনার দুর্দান্ত সুযোগ, দেখে নিন আজ কত হল সোনালি ধাতুর দাম
এই ভাবে চেক করে নিন পেট্রোল ও ডিজেলের দাম-
তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷