আরও পড়ুন: যুদ্ধের জেরে বাজারে পতন, এটাই কি বিনিয়োগের সঠিক সময়? যা বলছেন বিশেষজ্ঞরা...
সরকারি তেল সংস্থাগুলি এদিনও দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে ৷ মুম্বইয়ে বর্তমানে তেলের দাম ১১০ টাকা প্রতি লিটারের আশপাশে রয়েছে যা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৷ মঙ্গলবার নয়ডা, লখনউ, জয়পুরের মতো শহরে তেলের দাম কমে গিয়েছে তবে বিহারের রাজধানী পটনাতে তেলের দাম বেড়ে গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: তিন দিনে বিনিয়োগকারীদের মূলধন বাড়ল ১০.৮৩ লক্ষ কোটি টাকা! কোন ম্যাজিকে?
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
এই শহরে বদল করা হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম
- গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৭২ টাকা, ডিজেল ৮৬.৯৩ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৬৪ টাকা, ডিজেল ৮৭.১৪ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.১৩ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- জয়পুর- পেট্রোল ১০৬.৭৩ টাকা, ডিজেল ৯০.৪০ টাকা
- পটনা- পেট্রোল ১০৬.৮১ টাকা, ডিজেল ৯১.৯৪ টাকা
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: গাড়ি কিনবেন? বাম্পার ছাড় দিচ্ছে হোন্ডা, দেখে নিন কোন মডেলে কত ডিসকাউন্ট!
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷