আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হেঁশেলে আগুন ধরিয়েছে, ভোজ্য তেলের দাম ক্রমেই বাড়ছে
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই - পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
advertisement
আরও পড়ুন: লটারিতে ঘরে বসেই জিতুন আজ কোটি টাকা ! রেজাল্ট জানতে দেখুন
যে শহরগুলিতে বদল করা হয়েছে দাম
- গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫৯ টাকা, ডিজেল ৮৬.৮১ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৭৩ টাকা, ডিজেল ৮৭.২১ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
- পটনা- পেট্রোল ১০৫.৯০ টাকা, ডিজেল ৯১.০৯ টাকা
আরও পড়ুন: ট্রেনের অপেক্ষা করতে করতে স্টেশনেই বানিয়ে ফেলতে পারবেন Aadhaar ও প্যান কার্ড !
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷