ট্রেনের অপেক্ষা করতে করতে স্টেশনেই বানিয়ে ফেলতে পারবেন Aadhaar ও প্যান কার্ড !

Last Updated:

একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা -

Indian Railways
Indian Railways
#নয়াদিল্লি: প্যান ও আধার (Aadhaar-PAN Card) কার্ড বানানোর জন্য আপনাকে আর আলাদা করে সময় দিতে হবে না ৷ এবার ভারতীয় রেল তাদের যাত্রীদের জন্য নিয়ে এল একটি বিশেষ পরিষেবা ৷ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বানিয়ে ফেলতে পারবেন আপনার আধার ও প্যান কার্ড ৷
দেশের নির্ধারিত কয়েকটি রেল স্টেশনে প্যান, আধার, ভোটার আইডি এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সুবিধা দেওয়া হবে ৷ এছাড়া মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল পেমেন্ট আরও সহজেই করতে পারবেন ৷ রেল প্রশাসন যাত্রীদের সুবিধার্থে একাধিক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে ৷ এটা তারই মধ্যে একটি ৷
advertisement
advertisement
বুকিং করতে পারবেন ফ্লাইটের টিকিটও -
রেলের সংস্থা রেলটেল (railtel) এবার স্টেশনগুলিতে Railwire Saathi kiosks লাগাতে চলেছে ৷ এখানে যাত্রীরা ট্রেনের টিকিটের পাশাপাশি প্লেনের টিকিটও বুকিং করতে পারবেন ৷ এই কিয়স্কের মাধ্যমে আধার, প্যানের জন্য আবেদন করতে পারবেন৷ মোবাইল রিটার্ন হোক বা ট্যাক্স রিটার্ন এই সমস্ত সুবিধা পেয়ে যাবেন কিয়স্কে ৷
advertisement
একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা
রেলওয়ে ইতিমধ্যেই বারাণসী ও প্রয়াগরাজ স্টেশনে এই ধরনের সুবিধা দেওয়া শুরু করে দিয়েছে ৷ এবার শীঘ্রই Veerangana Laxmibai station-এ এই পরিষেবা চালু করে দেওয়া হবে ৷ এছাড়া উত্তর পূর্ব রেলওয়ে প্রায় ২০০ স্টেশনে এই কিয়স্ক শুরু করতে চলেছে ৷
advertisement
রেলটেলের তরফে আরও জানানো হয়েছে, কমন সার্ভিস সেন্টারে (CSC)যাত্রীদের টিকিট বুকিং, ভোটার কার্ড তৈরি, মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল, প্যান কার্ড, ব্যাঙ্কিং ইনস্যুরেন্স ও আধার কার্ডের মতো একাধিক পরিষেবা দেওয়া হবে ৷ এই পরিষেবার Rail Wire Sathi Kiosk নাম দেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রেনের অপেক্ষা করতে করতে স্টেশনেই বানিয়ে ফেলতে পারবেন Aadhaar ও প্যান কার্ড !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement