তেল সংস্থাগুলি গত ৪ মাস ধরে দিল্লি, মুম্বই ও কলকাতার মতো মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি ৷ বর্তমানে পেট্রোলের দাম সবচেয়ে বেশি মু্ম্বইয়ে ৷ এদিন লখনউতে পেট্রোলের দাম লিটার প্রতি ১১ পয়সা বেড়েছে ৷ নয়ডাতে দাম কমেছে ১৮ পয়সা প্রতি লিটারে ৷
আরও পড়ুন: মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
যে যে শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম
- গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৯০ টাকা, ডিজেল ৮৭.১১ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৪৮ টাকা, ডিজেল ৮৬.৯৯ টাকা
- জয়পুর- পেট্রোল ১০৬.৯৪ টাকা, ডিজেল ৯০.৬০ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.৩৬ টাকা, ডিজেল ৮৬.৮৮ টাকা
আরও পড়ুন: পোস্ট অফিস না SBI এফডি ? কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন....
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঋণ পাওয়ার জন্য কী করতে হবে....
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷