আরও পড়ুন: এসে গেল E-KYC করার শেষ তারিখ, না করালে মিলবে না আগামী কিস্তির টাকা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সোমবার একটি রিপোর্টে জানিয়েছে, যখন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ছিল তখন রাজ্যগুলি ভ্যাট হিসেবে ৪৯,২২৯ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব পেয়েছিল ৷ এর জেরে রাজ্যগুলির কাছে ভ্যাট কমানোর আবেদন করা হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: বিপুল দাম বাড়ল সোনার, দেখে নিন আপনার শহরে আজকের লেটেস্ট রেট...
এসবিআই-এর রিসার্চের রিপোর্ট -
এসবিআই রিসার্চ তাদের রিপোর্টে জানিয়েছে, ভ্যাট এখনও রেভেনিউ থেকে ৩৪,২০৮ কোটি টাকার বেশি ৷ রাজ্য সরকার চাইলে তেলের দাম কমাতে পারবে ৷ এসবিআই এর চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্য কান্তি ঘোষ রিপোর্টে জানিয়েছে কোভিড ১৯ এর পর রাজ্যের আর্থিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে ৷
আরও পড়ুন: "আধার কার্ডের ফটোকপি দেবেন না কাউকেই," বলার পরেই নির্দেশিকা প্রত্যাহার করল UIDAI
এই বিষয়ে মহারাষ্ট্র, গুজরাট ও তেলেঙ্গনা সবচেয়ে বেশি লাভে রয়েছে ৷ ঘোষ জানিয়েছেন, মহারাষ্ট্রের মতো বড় রাজ্য যেখানে জিডিপি অনুপাতের তুলনায় ঋণ কম আছে তারা পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ টাকা পর্যন্ত কমাতে পারবেন ৷ হরিয়ানা, কেরল, রাজস্থান, তেলেঙ্গনা ও অরুণাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যের ট্যাক্স-জিডিপি অনুপাতে ৭ শতাংশের বেশি ৷ এই রাজ্যগুলির জ্বালানির উপর ট্যাক্স অ্যাডজাস্ট করার কারণ রয়েছে ৷
সমস্ত রাজ্য পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট নিয়ে থাকে ৷ দাম যত বেশি বাড়বে তত বেশি ভ্যাট পাবেন রাজ্য ৷