আরও পড়ুন: এগুলি হচ্ছে সবচেয়ে সস্তা CNG গাড়ি, মিলবে বাইকের মতো মাইলেজ, দেখে নিন লিস্ট
আইসিআইসিআই সিকিউরিটিজের (ICICI Securities) একটি রিপোর্টে জানা গিয়েছে, গত দু’মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে সরকারি খুচরো তেল সংস্থাগুলিকে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে ৷ সরকারি তেল সংস্থাগুলির কেবল খরচ মেটানোর জন্য ১৬ মার্চ, ২০২২ বা তার আগে প্রতি লিটারে ১২.১ টাকা করে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াতে হবে।
advertisement
আরও পড়ুন: এখনও আসেনি ইনকাম ট্যাক্স রিফান্ড ? অনলাইনে চেক করে নিন স্টেটাস ....
রিপোর্টে বলা হয়েছে, ভারত তাদের দরকারের ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে ৷ এর জেরে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে ৷
দেশের বাজারে দীপাবলির পর পেট্রোল ও ডিজেলের দামে বদল করা হয়নি ৷ এর জেরে ৩ মার্চ, ২০২২ পর্যন্ত খুচরো তেল সংস্থাগুলির নেট লাভ শূন্যের থেকে নীচে ৪.২৯ টাকা প্রতি লিটারে পৌঁছে গিয়েছে ৷ যদি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো না হয় তাহলে বর্তমানে এই সংস্থাগুলির নেট লাভ শূন্য থেকে নীচে ১০.১ টাকা ও ১ এপ্রিল ২০২২ পর্যন্ত ১২.৬ টাকা প্রতি লিটারে পৌঁছে যেতে পারে ৷
আরও পড়ুন: আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ১২০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ গত ৯ বছরের নিরিখে এটা সর্বোচ্চ ৷ এরপর অবশ্য দাম কিছুটা কমে ১১১ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এরপরও তেলের খরচা ও খুচরো বিক্রির দামের মধ্যে পার্থক্য বেড়েই চলেছে ৷
১৮৫ ডলার হয়ে যেতে পারে অশোধিত তেলের দাম-
মর্গ্যান স্ট্যানলির তরফে জানানো হয়েছে, আমেরিকা ও ইউরোপিয় দেশগুলিতে নিষেধাজ্ঞার জেরে রাশিয়া অবাধে তেল রফতানি করতে পারছে না। এখন কেবল ৬৬ শতাংশ তেল রফতানি করতে পারছে ৷ আগামী দিনে রাশিয়া থেকে তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১৮৫ ডলারে পৌঁছাতে পারে।
চার মাসে অশোধিত তেলের দাম বেড়েছে ৩৫.৮৯ টাকা
PPAC অনুযায়ী, ভারত যে অপরিশোধিত তেল কিনে থাকে তার দাম ৩ মার্চ থেকে বেড়ে ১১৭.৩৯ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ ২০১২ সালের পর এটাই সর্বোচ্চ ৷ নভেম্বর মাস থেকে তেলের দাম দেশের বাজারে বদল করা হয়নি ৷ তখন ক্রুড অয়েলের দাম ৮১.৫ ডলার প্রতি ব্যারেল ছিল ৷ এই হিসেবে গত চার মাসে অশোধিত তেলের দাম প্রায় ৩৫.৮৯ টাকা বেড়ে গিয়েছে ৷