Milk Price Hike: আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy

Last Updated:

Milk Price Hike: নতুন দাম লাগু করা হবে ৬ মার্চ থেকে-

#নয়াদিল্লি: সম্প্রতি দুধের দাম বাড়িয়েছে আমুল (Amul) ৷ আমুলের পর এবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)৷ মাদার ডেয়ারির আলাদা আলদা দুধের ভেরিয়েন্টের ২ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে ৷ এবার মাদার ডেয়ারির দুধ (Mother Dairy Milk price) কেনার জন্য ২ টাকা বা তার বেশি দিতে হতে পারে ৷ নতুন দাম ৬ মার্চ ২০২২ অর্থাৎ আজ রবিবার থেকে লাগু করা হবে ৷
দিল্লি-এনসিআর এ দুধের সবচেয়ে বেশি সাপ্লাই করা ডেয়ারি সংস্থা মাদার ডেয়ারি জানিয়েছে, প্রোডাকশন কস্ট বাড়ার জেরে দুধের দাম বাড়ানো হয়েছে ৷ আমুল দাম বাড়ানোর কয়েকদিন পর এবার মাদার ডেয়ারি দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ ১ মার্চ ২০২২ দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছিল আমুল ৷
advertisement
advertisement
নতুন দাম লাগু করা হবে ৬ মার্চ থেকে
মাদার ডেয়ারির দুধের দাম বাড়ার পর ৬ মার্চ থেকে টোনড দুধ (Mother Dairy Toned Milk Price) ৪৯ টাকা প্রতি লিটার হিসেবে পাওয়া যাবে ৷ এতদিন পর্যন্ত এর দাম ছিল ৪৭ টাকা ছিল ৷ এবার ডবল টোনড দুধের দাম (Mother Dairy Double Toned Milk Price) ৪১ টাকা থেকে বাড়িয়ে ৪৩ টাকা প্রতি লিটার করা হয়েছে ৷ ফুল ক্রিম দুধের দামের (Mother Dairy Full Cream Milk Price) ৫৭ টাকা থেকে বাড়িয়ে ৫৯ টাকা করা হয়েছে ৷
advertisement
এবার মাদার ডেয়ারির বুথে পাওয়া যায় যে টোনড দুধ (Mother Dairy Booth Milk Price) তার দাম ৪৪ টাকা থেকে বেড়ে ৪৬ টাকা প্রতি লিটার করা হয়েছে ৷ মাদার ডেয়ারি গরুর দুধের দাম (Mother Dairy Cow Milk Price) ৪৯ টাকা থেকে বেড়ে ৫১ টাকা করা হয়েছে ৷
advertisement
অন্যদিকে, সুপার টি দুধের দাম ২৬ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে ৷ হাফ লিটার প্যাকিংয়ের ফুল ক্রিম দুধের দাম ৩০ টাকা, টোনড দুধের জন্য ২৫ টাকা, ডবল টোনড দুধের জন্য ২২ টাকা এবং গরুর দুধের জন্য ২৬ টাকা দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Milk Price Hike: আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement