Milk Price Hike: আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Milk Price Hike: নতুন দাম লাগু করা হবে ৬ মার্চ থেকে-
#নয়াদিল্লি: সম্প্রতি দুধের দাম বাড়িয়েছে আমুল (Amul) ৷ আমুলের পর এবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)৷ মাদার ডেয়ারির আলাদা আলদা দুধের ভেরিয়েন্টের ২ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে ৷ এবার মাদার ডেয়ারির দুধ (Mother Dairy Milk price) কেনার জন্য ২ টাকা বা তার বেশি দিতে হতে পারে ৷ নতুন দাম ৬ মার্চ ২০২২ অর্থাৎ আজ রবিবার থেকে লাগু করা হবে ৷
দিল্লি-এনসিআর এ দুধের সবচেয়ে বেশি সাপ্লাই করা ডেয়ারি সংস্থা মাদার ডেয়ারি জানিয়েছে, প্রোডাকশন কস্ট বাড়ার জেরে দুধের দাম বাড়ানো হয়েছে ৷ আমুল দাম বাড়ানোর কয়েকদিন পর এবার মাদার ডেয়ারি দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ ১ মার্চ ২০২২ দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছিল আমুল ৷
advertisement
advertisement
নতুন দাম লাগু করা হবে ৬ মার্চ থেকে
মাদার ডেয়ারির দুধের দাম বাড়ার পর ৬ মার্চ থেকে টোনড দুধ (Mother Dairy Toned Milk Price) ৪৯ টাকা প্রতি লিটার হিসেবে পাওয়া যাবে ৷ এতদিন পর্যন্ত এর দাম ছিল ৪৭ টাকা ছিল ৷ এবার ডবল টোনড দুধের দাম (Mother Dairy Double Toned Milk Price) ৪১ টাকা থেকে বাড়িয়ে ৪৩ টাকা প্রতি লিটার করা হয়েছে ৷ ফুল ক্রিম দুধের দামের (Mother Dairy Full Cream Milk Price) ৫৭ টাকা থেকে বাড়িয়ে ৫৯ টাকা করা হয়েছে ৷
advertisement
এবার মাদার ডেয়ারির বুথে পাওয়া যায় যে টোনড দুধ (Mother Dairy Booth Milk Price) তার দাম ৪৪ টাকা থেকে বেড়ে ৪৬ টাকা প্রতি লিটার করা হয়েছে ৷ মাদার ডেয়ারি গরুর দুধের দাম (Mother Dairy Cow Milk Price) ৪৯ টাকা থেকে বেড়ে ৫১ টাকা করা হয়েছে ৷
advertisement
অন্যদিকে, সুপার টি দুধের দাম ২৬ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে ৷ হাফ লিটার প্যাকিংয়ের ফুল ক্রিম দুধের দাম ৩০ টাকা, টোনড দুধের জন্য ২৫ টাকা, ডবল টোনড দুধের জন্য ২২ টাকা এবং গরুর দুধের জন্য ২৬ টাকা দিতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 10:03 AM IST