#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই (SBI) তাদের গ্রাহকদের জন্য অ্যালার্ট ( Fraud Alert) জারি করেছে ৷ অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফে গাইডলাইনস জারি করা হয়েছে ৷ এটিএম জালিয়াতি, ব্যাঙ্ক জালিয়াতি এমনকি অনলাইন জালিয়াতির বিষয়ে আমরা সকলেই প্রায় অবগত। তবে বর্তমানে এই তালিকায় একটি নতুন ধরনের জালিয়াতির নাম যুক্ত হয়েছে। eKYC (Know Your Customer) জালিয়াতি। কেওয়াইসি-র নামে প্রতারণার বিষয়ে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক তাদের কোটি কোটি গ্রাহকদের সতর্ক করেছে ৷
আরও পড়ুন: প্রতি মাসে ৫ লক্ষ টাকা আয় করতে চান ? দেখে নিন কী করতে হবে...
এসবিআই ট্যুইট করে জানিয়েছে, এসএমএস এর মাধ্যমে কোনও গ্রাহকের কাছে কোনও লিঙ্ক এসে থাকলে তাহলে ভুলেও তাতে ক্লিক করবেন না ৷ একটি সামান্য ভুলে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে ৷
আরও পড়ুন: বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম, দেখে নিন কত হল পেট্রোল-ডিজেলের দাম
ব্যাঙ্ক এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের তরফে প্রতিনিয়ত সতর্কতা বার্তা দেওয়া সত্ত্বেও গ্রাহকরা এই ফাঁদে পা দেয়। তাই স্টেট ব্যাঙ্কের তরফে এই ট্যুইট করা হয়েছে .....
ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এসবিআই এর নামে কোনও মেসেজ বা ই-মেল আসলে সাবধান হয়ে যাবেন ৷ অজানা সোর্স থেকে আসা লিঙ্ক বা মেসেজে ভুলেও ক্লিক করবেন না ৷Here is an example of #YehWrongNumberHai, KYC fraud. Such SMS can lead to a fraud, and you can lose your savings. Do not click on embedded links. Check for the correct short code of SBI on receiving an SMS. Stay alert and stay #SafeWithSBI.#SBI #AmritMahotsav pic.twitter.com/z1goSyhGXq
— State Bank of India (@TheOfficialSBI) March 4, 2022
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SBI Alert, State Bank Of India