Maruti Suzuki Alto 800: মারুতি সুজুকি অল্টোর ৬টি ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে ৷ এর সমস্ত ভেরিয়েন্টে CNG-র অপশন পেয়ে যাবেন ৷ এর পাশাপাশি ১৭৭ লিটারের বুট স্পেস পেয়ে যাবেন গাড়িতে ৷ মারুতির এই গাড়িতে ০.৮ লিটারের ইঞ্জিন রয়েছে ৷ 48 ps এর পাওয়ার ও 69Nm এর টার্ক জেনারেট করে থাকে ৷ এর বেস ভেরিয়েন্টের দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা এবং এর টপ ভেরিয়েন্টের দাম ৪ লক্ষ ৮২ হাজার টাকা ৷
Wagon r CNG: মারুতির Wagon r এর সিএনজি ভেরিয়েন্টে ৭ ইঞ্চের টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে ৷ এর সঙ্গে অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি দেওয়া হয়েছে ৷ রয়েছে ভলভো স্টাইলে টেল লাইটস ৷ মারুতি Wagon r এর CNG ভেরিয়েন্টে ১.০ লিটার ইঞ্জিন পেয়ে যাবেন, যা ৫৫০০ আরপিএমে 68ps এর পাওয়ার ও ২৫০০ আরপিএম এ 90Nm টার্ক জেনারেট করে থাকে ৷ ওয়াগানার সিএনজি ভেরিয়েন্টের এক্স শোরুম দাম ৫.৮৩ লক্ষ ও ৫.৮৯ লক্ষ টাকা ৷
Hyundai Santro: CNG এর অপশন পেয়ে যাবেন Hyundai Santro তেও ৷ স্যান্ট্রো 30.48km মাইলেজ দিয়ে থাকে ৷ এর বেস ভেরিয়েন্টের দাম ৪ লক্ষ ২৮ হাজার টাকা এবং এর টপ ভেরিয়েন্টের দাম ৬ লক্ষ ৩৮ হাজার টাকা ৷
Hyundai Grand i10 Nios: Grand i10 Nios এর আপডেটেড ভার্সান এপ্রিল ২০২০ সালে লঞ্চ করেছিল সংস্থা ৷ এই গাড়ির সিএনজি অপশনও রয়েছে ৷ এই গাড়িতে ১.২ লিটার ইঞ্জিন রয়েছে যা 62 ps এর পাওয়ার ও 95 Nm এর টার্ক জেনারেট করে থাকে ৷ 20.7km মাইলেজ দেওয়া এই গাড়ির দাম ৭ লক্ষ ৭ হাজার টাকা ৷
Hyundai Aura: Hyundai এর 5th জেনারেশনের Aura-তে সিএনজি ভার্সান রয়েছে ৷ এই গাড়িতে ১.২ লিটারের ইঞ্জিন ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে পেয়ে যাবেন যা 83ps এর পাওয়ার ও 114 Nm টার্ক জেনারেট করে থাকে ৷ এই ভার্সানটি ২৫.৪ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে এবং এর দাম ৭ লক্ষ ৭৪ হাজার টাকা ৷
Published by:Dolon Chattopadhyay
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।