PHOTOS: এখনও আসেনি ইনকাম ট্যাক্স রিফান্ড ? অনলাইনে চেক করে নিন স্টেটাস ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে বা এনএসডিএল-এর ওয়েবসাইটের মাধ্যমে স্টেটাস চেক করা যেতে পারে ৷
আপনিও যদি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করে থাকেন তাহলে শীঘ্রই চেক করে নিন আপনার অ্যাকাউন্টে রিফান্ডের টাকা এসেছে কি না আসেনি ৷ সম্প্রতি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) জানিয়েছে ১ এপ্রিল ২০২১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে এখনও পর্যন্ত ২.০৯ কোটি করদাতাদের জন্য ১.৮৩ লক্ষ কোটি টাকার বেশি ট্যাক্স রিফান্ড জারি করা হয়েছে ৷
advertisement
এর মধ্যে ২.০৭ কোটি ব্যক্তিগত করদাতাদের ৬৫,৯৩৮ কোটি টাকা ও ২.৩০ লক্ষ ইউনিটের ১.১৭ লক্ষ কোটি টাকার কর্পোরেট রিফান্ড সামিল রয়েছে ৷ যখন কোনও ব্যক্তির আয় থেকে নির্দিষ্ট সীমার বেশি ট্যাক্স কাটা হয়ে থাকে তাহলে তিনি রিফান্ড পাওয়ার যোগ্য ৷ এর জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আইটিআর রিফান্ড করতে হয় ৷
advertisement
advertisement
সবার প্রথমে আয়কর বিভাগের নতুন ই-ফাইলিং পোর্টালে যেতে হবে ৷ এখানে লগইন করে View Return/Forms এ ক্লিক করতে হবে ৷ এবার ইনকাম ট্যাক্স রিটার্ন সিলেক্ট করে মূল্যায়নের বছর সিলেক্ট করতে হবে ৷ এর মাধ্যমে রিফান্ডের স্টেটাস জানতে পারবেন ৷ এনএসডিএল এর ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড স্টেটাসের তথ্য জানতে পারবেন সহজেই ৷
advertisement