TRENDING:

PNB-তে এই বিশেষ ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২০ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

কী ভাবে পাওয়া যাবে ২০ লাখ টাকার সুবিধা-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট চালু করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ PNB MySalary নামক এই অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এই অ্যাকাউন্ট খুললে গ্রাহকরা প্রায় ২০ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন ৷ চাকুরিজীবী ব্যক্তিদের জন্য এই বিশেষ অ্যাকাউন্টের পরিষেবা নিয়ে এসেছে পিএনবি ৷ তবে এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই বেশ কিছু শর্ত মেনে চলতে হবে ৷
advertisement

আরও পড়ুন: নারী ক্ষমতায়নের লক্ষ্যে এবার হিন্দি ভাষায় ‘হার সার্কেল’ নিয়ে এলেন নীতা আম্বানি!

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেবে এই সুবিধা-

যাঁরা নিজেদের স্যালারি ভালোভাবে ম্যানেজ করতে চান পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাঁদের স্যালারি অ্যাকাউন্ট খোলা দরকার। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুললে পাওয়া যাবে ব্যাক্তিগত দুর্ঘটনা বিমার সুবিধা। এছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যাবে ওভারড্রাফটের সুবিধা।

advertisement

কী ভাবে পাওয়া যাবে ২০ লাখ টাকার সুবিধা-

এর জন্য প্রথমেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ইনস্যুরেন্স কভার সহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করছে। জিরো ব্যাল্যান্স এবং জিরো কোয়াটারলি এভারেজ সুবিধার সঙ্গে সঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২০ লাখ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারও প্রদান করছে। ২০ লাখ টাকার এই সুবিধা পাওয়া যাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে।

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহার করলে কী কী বিশেষ সুবিধা পেতে পারেন জেনে নিন

স্যালারি অ্যাকাউন্টের ৪টি ক্যাটাগরি-

- প্রতি মাসে যারা ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে সিলভার ক্যাটাগরিতে।

- প্রতি মাসে যারা ২৫০০১ টাকা থেকে ৭৫০০০ টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে।

advertisement

- প্রতি মাসে যারা ৭৫০০১ টাকা থেকে ১৫০০০০ টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে প্রিমিয়াম ক্যাটাগরিতে।

- প্রতি মাসে যারা ১৫০০০১ টাকার বেশি স্যালারি পায় তাদের রাখা হয়েছে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে।

কী ভাবে পাওয়া যাবে ৩ লাখ টাকার সুবিধা-

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয়। সিলভার ক্যাটাগরির গ্রাহকদের ৫০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে, গোল্ড ক্যাটাগরির গ্রাহকদের ১৫০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে, প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাহকদের ২২৫,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকদের ৩,০০,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: আপনার জন্য সেরা হোম লোন স্কিম কোনটি এবং কী কী বিশেষ অফার রয়েছে....

সেরা ভিডিও

আরও দেখুন
দিল্লি বিস্ফোরণের পরই তৎপর পুলিশ-প্রশাসন, বসিরহাটের সীমান্তজুড়ে রাতভর কড়া তল্লাশি অভিযান
আরও দেখুন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সকল সুবিধার সম্পর্কে জানতে এবং এই ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য এই লিঙ্ক ভিজিট করতে হবে- https://www.pnbindia.in/salary saving products.html

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে এই বিশেষ ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২০ লক্ষ টাকার সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল