TRENDING:

How To Make Money: পদ্ম ফুল চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন এক নার্সারির কর্ণধার 

Last Updated:

পুজোর সময় থাকবে না পদ্মের আকাল। বাজারে পদ্ম ফুলের ঘাটতি মেটার পাশাপাশি লাভবান হতে পারবেন চাষিরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: প্রায় ৩ মাস পরই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফুল হল পদ্ম ফুল। পুজোর উপাচারের মধ্যে পদ্ম ফুল অপরিহার্য। পুজোর আগে তাই পদ্মের চাহিদা থাকে তুঙ্গে। কমবেশি বিভিন্ন জায়গাতেই পদ্ম ফুলের চাষ হয়। তবে পদ্ম ফুলের চাষ হলেও চাষির সংখ্যা তুলনামূলক বেশ কিছুটা কম। বেশি পরিশ্রমের কারণে বর্তমানে অনেকেই এই চাষ থেকে সরে এসেছেন। তাছাড়া জল থেকে পদ্ম তুলে নিয়ে আসাও বেশ কিছুটা ঝুঁকির কাজ। আর ঠিক এই কারণেই পুজোর সময় পদ্ম ফুলের আকাল দেখা যায়। রীতিমত পুজোর সময় পদ্ম ফুল পাওয়া যাবে কিনা, সেই নিয়ে চিন্তায় থাকতে হয় বহু মানুষকে।
advertisement

তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। বাড়িতেই পদ্ম চাষ করে পাওয়া যেতে পারে পদ্ম ফুল। আবার পদ্ম ফুল বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জন করাও সম্ভব। পদ্ম ফুল চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ভাই ভাই নার্সারির কর্ণধার অসিত সিকদার। কীভাবে করবেন বাড়িতে পদ্ম ফুলের চাষ ? চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে অসিত বাবু জানিয়েছেন, “তিন থেকে চার ফুট মাটিতে খাল করতে হবে। পরবর্তিতে সেই খালের মধ্যে ত্রিপল পেতে তার উপর কাদা ( পাঁক ) মাটি দিতে হবে। এবং সেই মাটিতে জল দিয়ে, তারপর জল পদ্মের টিউব ( চারা ) বসিয়ে দিয়ে দিতে হবে।”

advertisement

আরও পড়ুন: গোবিন্দ ভোগ ধানের চাষ করতে পারলেই কৃষক মালামাল! শুধু মানতে হবে এই নিয়ম

জানা গিয়েছে পূর্বস্থলীর এই নার্সারিতে দেশি জল পদ্মের টিউব ( চারা ) পাওয়া যাচ্ছে। এক একটা টিউব বিক্রি করা হচ্ছে মাত্র ৭০ টাকার বিনিময়ে। এছাড়াও এই নার্সারিতে রয়েছে হাইব্রিড জল পদ্মের টিউব, যেগুলোর দাম রয়েছে ১৫০ টাকা ২০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০ টাকা। বাড়ির মধ্যে অল্প জায়গায় মাটিতে ৪ ফুট চওড়া এবং ৬ ফুট লম্বা খাল করে অনায়াসে দেশি জল পদ্ম লাগানো যাবে। এক্ষেত্রে মাত্র দুটি টিউব বসালেই একাধিক ফুল উৎপন্ন হবে। অন্যদিকে বাড়ির ছাদে বালতি, টব, গামলার মধ্যেও লাগানো যাবে হাইব্রিড পদ্ম। দেশি এবং হাইব্রিড দুটি ক্ষেত্রেই চাষের পদ্ধতি একই। বাংলার চৈত্র মাস থেকে একদম কার্তিক মাস পর্যন্ত ফুল পাওয়া যাবে এই গাছ থেকে। তবে শীতের সময় শুধু ফুল পাওয়া যাবে না। নার্সারির কর্ণধার অসিত বাবুর কথায়, এই পদ্ম চাষও বেশ লাভজনক। কারণ বাজারে এই পদ্ম ফুল বিক্রির পাশাপশি পদ্ম পাতাও বিক্রি করা যায়।

advertisement

View More

আরও পড়ুন: অল্প জায়গা থাকলে এই গাছই রোজগার দেবে বছরের পর বছর! কম খরচে বেশি আয়ের দারুণ সু‌যোগ

এছাড়াও পদ্ম চাষের সঙ্গে ওই একই ছোট্ট জলাশয়ে গুগলি এবং মাছ ও চাষ করা যেতে পারে। সবমিলিয়ে পদ্ম ফুলের চাষ করে লাভবান হতে পারবেন আপনারাও। পাশাপশি দুর্গাপুজোর কথা ভেবে এই ফুল লাগালে পুজোর সময় থাকবে না পদ্মের আকাল। বাজারে পদ্ম ফুলের ঘাটতি মেটার পাশাপাশি লাভবান হতে পারবেন চাষিরাও। গাছ লাগানোর দুই থেকে তিনমাসের মধ্যেই পাতা গজানো শুরু হবে। তারও কিছুদিন পর থেকেই দেখা মিলবে ফুলের। তবে এবছর ২০২৪ সালের দুর্গাপুজোর আগে এই গাছ লাগালে, ২০২৫ সালে পুজোয় পদ্ম নিয়ে চিন্তার আর কোনও কারণ থাকবে না। বাড়ির সৌন্দর্য অথবা ছাদ বাগানের বৃদ্ধির জন্যও লাগানো যেতে পারে এই গাছ। ইতোমধ্যেই বহু ক্রেতার নজর কাড়ছে জল পদ্মের এই টিউব ( চারা )।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Make Money: পদ্ম ফুল চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন এক নার্সারির কর্ণধার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল