Money Making Tips: অল্প জায়গা থাকলে এই গাছই রোজগার দেবে বছরের পর বছর! কম খরচে বেশি আয়ের দারুণ সুযোগ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Money Making Tips: বাড়ির পাশে স্বল্প জায়গা থাকলেই এই চাষ করে ভাল পরিমাণ অর্থ উপার্জন করা যাবে।
এখন সরকারি চাকরি পাওয়া বেজায় কঠিন! শিক্ষিত বেকারদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ব্যবসাকে আকড়ে ধরেই নাম, যশ, খ্যাতি অর্জন করছে। কিন্তু কিসের ব্যবসা করলে স্বল্প ব্যয়ে লাভবান হওয়া সম্ভব হবে তা অনেকেরই মাথায় আসে না। তেমনই এক উপায় বাতলে দিলেন ভারত সরকারের কেন্দ্রীয় রোপন ও ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর ফার্মের প্রধান বৈজ্ঞানিক অরুণ কুমার শীট।
advertisement
বাড়ির পাশে স্বল্প জায়গা থাকলেই এই চাষ করে ভাল পরিমাণ অর্থ উপার্জন করা যাবে। প্রতিমাসে স্বল্প পরিমাণ অর্থ ব্যয়ে বছরে একবার এই গাছের ফলন বিক্রয় করে লাভ হবে ব্যপক। ভাবছেন কী চাষ? অতিপরিচিত নারকেল গাছের সারিতেই হবে বাজিমাত। একটি নারকেল গাছ থেকে মেলে কমপক্ষে ১০০ টি ডাব।সেই ডাব বিক্রি করে কিংবা পূর্ণাঙ্গ নারকেল বিক্রি করে গাছপ্রতি বছরে লাভ হতে পারে হাজার হাজার টাকা।
advertisement
advertisement
advertisement