বর্তমানে ভীম অ্যাপ শুধুমাত্র ৮টি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ইউপিআই লাইটের সুবিধা চালু করেছে। এই ৮টি ব্যাঙ্ক হল কানাড়া ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক। ইউপিআই লাইট ব্যবহার করা খুবই সহজ। কীভাবে ইউপিআই লাইট ব্যবহার করা হবে তা জেনে নেওয়া যাক, পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হল।
advertisement
আরও পড়ুন: সুদের হার বাড়ছে, সোনার দাম কমছে! গোল্ড লোনে এর কতটা প্রভাব পড়বে?
ধাপ ১: প্রথমে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে ভীম অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
ধাপ ২: এরপর লগ ইন করে এবং ইউপিআই লেনদেনের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে।
ধাপ ৩: পরের ধাপে নিচে স্ক্রল করে ইউপিআই লাইট ব্যানারে ক্লিক করতে হবে।
ধাপ ৪: এরপর এনেবল নাউ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৫: সমস্ত বিবরণ পড়ে এনেবল নাউ বটনে ক্লিক করতে হবে।
ধাপ ৬: এরপর গ্রাহককে ইউপিআই লাইট ই-ওয়ালেটে ২,০০০ টাকা অ্যাড করতে বলা হবে।
ধাপ ৭: গ্রাহক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ হাজার টাকা ওয়ালেটে ট্রান্সফার করতে চান তা ক্লিক করতে হবে।
ধাপ ৮: ইউপিআই লাইট অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৯: এরপর নিজের ইউপিআই পিন প্রদান করতে হবে। টাকা ট্রান্সফার হয়ে গেলে ইউপিআই লাইট ই-ওয়ালেট অ্যাকটিভ হয়ে যাবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় উপহার, ৪ শতাংশ ডিএ বাড়াল সরকার
ইউপিআই-এর থেকে লাইট কীভাবে আলাদা?
সাধারণ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে গ্রাহককে প্রত্যেক বার পিন প্রদান করতে হয় যেখানে লাইটের ক্ষেত্রে ছোটখাটো পেমেন্টের জন্য কোনও পিন দিতে হবে না।