DA Hike : কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় উপহার, ৪ শতাংশ ডিএ বাড়াল সরকার

Last Updated:

চলতি বছরের জুলাই মাস থেকেই লাগু করা হবে এবং কর্মীদের গত মাসের বকেয়া টাকার সঙ্গে দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: মোদি সরকার দীপাবলির এক মাসের আগে সরকারি কর্মচারীদের জন্য নিয়ে আসছে একগুচ্ছ উপহার ৷ দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অপেক্ষা করছেন ৩৮ শতাংশ মহার্ঘ ভাতার জন্য ৷
মন্ত্রিসভার বৈঠকে এদিন ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গত ১২টি ত্রৈমাসিকের হিসেবে সবচেয়ে বেশি ৷ সাধারণ ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে ৷ কিন্তু মুদ্রাস্ফীতির পরিস্থিতি দেখে সরকার ৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর জেরে ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬২ লক্ষ পেনশনভোগীরা ৩৮ শতাংশ পর্যন্ত ডিএ পেয়ে যাবেন ৷ ডিএ বৃদ্ধি হলে তা চলতি বছরের জুলাই মাস থেকেই লাগু করা হবে এবং কর্মীদের গত মাসের বকেয়া টাকার সঙ্গে দেওয়া হবে ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রিমন্ডলের মার্চে হওয়া সপ্তম বেতন আয়োগ অনুযায়ী, ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করার অনুমতি দিয়েছিল ৷ এই হিসেবে বেসিক বেতনের ৩৪ শতাংশ করে দেওয়া হবে ডিএ ৷ ডিএ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় কর্মীদের বেতন ৬৮৪০ থেকে ২৭৩১২ টাকা বেড়ে যেতে পারে ৷
advertisement
কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়ে থাকে ৷ চলতি বছরের মার্চ মাসে ডিএ সংশোধন করা হয়েছিল, যা এখন ৩ শতাংশ বেড়ে একজন কর্মীর বেতনের ৩৪ শতাংশ হয়েছে ৷ এরপর এবার ডিএ ৪ শতাংশ বাড়লে ৩৪ শতাংশ থেকে বেড়ে সেটা ৩৮ শতাংশ হতে চলেছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ ডিএ পেয়ে থাকেন ৷
advertisement
ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত -
মন্ত্রিসভার বৈঠকরে রেল কর্মীদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মোদি সরকার এবার রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দিতে চলেছে ৷ গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন দেওয়ার সুবিধা ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
advertisement
এক সঙ্গে বাড়ানো হয়েছে ১১ শতাংশ ডিএ
মোদি সরকার গত বছর জুলাইয়ে কর্মচারীদের মহার্ঘ ভাতা এককালীন ১১ শতাংশ বাড়ানো হয়েছিল ৷ এর জেরে ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়ে গিয়েছিল ৷ করোনাকালে সরকার তিনটি ত্রৈমাসিকের মহার্ঘ ভাতা ফ্রিজ করে দিয়েছিল ৷ গত বছর জুলাই মাসে থেকে ডিএ ফের জারি করা হয় ৷ জানুয়ারি ২০২০, জুলাই ২০২০ এবং জানুয়ারি ২০২১ এর ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছিল ৷
advertisement
কত টাকা বেড়েছে বেতন
৪ শতাংশ ডিএ বৃদ্ধির জেরে কর্মচারীদের বেতন অনেকটাই বাড়তে চলেছে ৷ যে কর্মীদের বেতন ৪০ হাজার টাকা তারা ৪ শতাংশ ডিএ বাড়লে গোটা বছরে ১৯২০০ টাকা বেশি বেতন পেতে চলেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DA Hike : কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় উপহার, ৪ শতাংশ ডিএ বাড়াল সরকার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement