TRENDING:

Money Making Tips: ঘরের পাশে জমিতে ভুট্টা চাষ! স্বনির্ভরতার পথে সন্দেশখালির মহিলারা

Last Updated:

স্থানীয় মহিলাদের অনেকেরই নিয়মিত কর্মসংস্থানের সুযোগ না থাকায়, ঘরের পাশের অল্প জমি বা বাড়ির পিছনের খালি জায়গায় ভুট্টা চাষকে উৎসাহ দিচ্ছে কৃষি দফতর। আধুনিক কৃষি প্রযুক্তি , বীজ বপনের পদ্ধতি, সার ব্যবহারের নির্দেশ— সবই দেওয়া হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি :  সুন্দরবনের মহিলাদের ভুট্টা চাষে স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল কৃষি দফতর। এলাকার প্রায় ৪০-৫০ জন মহিলা চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নত মানের ভুট্টার বীজ। পরিবারের সামান্য জমিকে কাজে লাগিয়ে যাতে মহিলারা নিজস্ব আয়ের রাস্তা তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রকল্প শুরু হয়েছে।
advertisement

স্থানীয় মহিলাদের অনেকেরই নিয়মিত কর্মসংস্থানের সুযোগ না থাকায়, ঘরের পাশের অল্প জমি বা বাড়ির পিছনের খালি জায়গায় ভুট্টা চাষকে উৎসাহ দিচ্ছে কৃষি দফতর। আধুনিক কৃষি প্রযুক্তি , বীজ বপনের পদ্ধতি, সার ব্যবহারের নির্দেশ— সবই দেওয়া হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে। ফলে নতুন চাষিরা সহজেই চাষের খুঁটিনাটি শিখে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারছেন।

advertisement

আরও পড়ুন: Life Certificate জমা দেওয়ার শেষ তারিখ তো চলেই এল, জেনে নিন ৩০ নভেম্বরের আগে পেনশনভোগীদের কী করতেই হবে

ভুট্টা চাষ কম খরচে ভাল ফলন দেয়— এই তথ্যকে সামনে রেখে দফতরের দাবি, মহিলারা স্বল্প বিনিয়োগে ভাল লাভ তুলতে পারবেন। উৎপাদিত ভুট্টা এলাকার বাজারে বিক্রি করে পরিবারে বাড়তি আয় আনতে পারবেন তারা। একই সঙ্গে কৃষির সঙ্গে নারীশক্তির সরাসরি যুক্ত হওয়া সমাজে ইতিবাচক পরিবর্তনও আনবে বলে মনে করছে প্রশাসন।

advertisement

View More

আরও পড়ুন: ITR রিফান্ডে বিলম্ব, জেনে নিন এই বছর আপনার ট্যাক্স রিফান্ড স্থগিত থাকার ৫ প্রধান কারণ

সন্দেশখালির এই উদ্যোগ গ্রামীণ মহিলাদের হাতে যেন নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে আরও বহু জনকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে কৃষি দফতর, যাতে সুন্দরবনের মহিলারা নিজের পায়ে দাঁড়িয়ে সত্যিকারের স্বনির্ভর হয়ে ওঠেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের মরশুমে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা শুরু করে লাভ করতে পারেন আপনিও, জানুন কীভাবে
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ঘরের পাশে জমিতে ভুট্টা চাষ! স্বনির্ভরতার পথে সন্দেশখালির মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল