ITR Refund Delay Reasons: ITR রিফান্ডে বিলম্ব, জেনে নিন এই বছর আপনার ট্যাক্স রিফান্ড স্থগিত থাকার ৫ প্রধান কারণ

Last Updated:

ITR Refund Delay Reasons: অনেক করদাতা এই বছর ITR রিফান্ডে দেরির মুখে পড়ছেন। তথ্য গরমিল, অসম্পূর্ণ যাচাই থেকে শুরু করে ফর্ম প্রসেসিং বাধা—কয়েকটি কারণে রিফান্ড আটকে যেতে পারে। জেনে নিন রিফান্ড দেরির ৫টি বড় কারণ এবং কীভাবে সমস্যা দূর করবেন।

News18
News18
দেশজুড়ে লক্ষ লক্ষ করদাতা যাঁরা এখনও তাঁদের আয়কর রিফান্ডের অপেক্ষায় আছেন, তাঁদের সবার মনেই একই প্রশ্ন: টাকা এখনও কেন আসছে না! কিন্তু অনেকেই অবহিত নন যে একটি ছোট ভুলও রিফান্ড প্রসেস বন্ধ করে দিতে পারে। ভুল ব্যাঙ্কের বিবরণ বা ভুল প্যান নম্বরের মতো সাধারণ ভুল তাৎক্ষণিকভাবে রিফান্ড বন্ধ করে দিতে পারে। এর ফলে প্রতি বছরেই অনেক রিফান্ড বিলম্বিত হয়।
রিফান্ড বিলম্বের সবচেয়ে সাধারণ কারণ হল আয়কর রিটার্নে ভুল তথ্য। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, PAN বা ঠিকানা ভুল হয়, তাহলে আয়কর বিভাগ রিফান্ড ইস্যু করতে পারবে না।
এই ধরনের ক্ষেত্রে সঠিক বিবরণ আপডেট না হওয়া পর্যন্ত রিটার্নটি আর প্রসেস করা যাবে না, এখানেই মূলত বিলম্ব হয়। রয়েছে আরও কিছু কারণ-
advertisement
advertisement
উচ্চমূল্য বা সন্দেহজনক রিটার্নের জন্য অতিরিক্ত তদন্ত
যদি কোনও রিটার্নে বড় অঙ্কের রিফান্ড দাবি করা হয় বা তথ্যের অমিল দেখায়, তাহলে বিভাগ ম্যানুয়ালি তা যাচাই করে। ১ লক্ষ টাকার বেশি রিফান্ড, বিদেশি উৎস থেকে আয়, মূলধন লাভ অথবা বিভিন্ন আয়ের উৎসের রিটার্ন প্রায়শই অতিরিক্ত চেকের মধ্য দিয়ে যায়। দাবিটি বৈধ বলে নিশ্চিত হওয়ার পরেই কেবল টাকা ফেরত দেওয়া হয়।
advertisement
ক্লোজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ব্যর্থ প্রি-ভ্যালিডেশন
পোর্টালে পূর্বে যাচাইকৃত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেই কেবলমাত্র রিফান্ড জমা হয়। যদি কোনও অ্যাকাউন্ট বন্ধ থাকে, নিষ্ক্রিয় থাকে অথবা প্রি-ভ্যালিডেশন ব্যর্থ হয়, তাহলে রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে আটকে রাখা হয়। অতএব, করদাতাদের তাদের ব্যাঙ্কের বিবরণ আপডেট করতে হবে এবং আবার প্রি-ভ্যালিডেশন সম্পন্ন করতে হবে।
advertisement
মুলতুবি ট্যাক্স ডিমান্ড অথবা ই-ভেরিফিকেশনে বিলম্ব
যদি ট্যাক্স ডিমান্ড বকেয়া থাকে, তাহলে তা পরিশোধের পরেই বিভাগ রিফান্ড দেবে। একইভাবে, যদি ITR দাখিল করার ৩০ দিনের মধ্যে ই-ভেরিফিকেশন সম্পন্ন না হয়, তাহলে রিটার্ন প্রসেস করা হবে না। ই-ভেরিফিকেশনে যে কোনও বিলম্বের ফলে সরাসরি রিফান্ড পেতে বিলম্ব হয়।
অমিল, ত্রুটি অথবা ধারা ১৫৪ নোটিস
যদি রিটার্নে কোনও উল্লেখযোগ্য ভুল থাকে অথবা তথ্য ফর্ম 26AS, AIS অথবা TIS-এর সঙ্গে না মেলে, তাহলে রিফান্ড আটকে রাখা হয়। কিছু ক্ষেত্রে, ITR ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হতে পারে, যা সংশোধন না হওয়া পর্যন্ত রিফান্ড প্রসেসে বিলম্ব করে। মাঝেমধ্যে, বিভাগের পক্ষ থেকে বড় আকারের রিফান্ডের ক্ষেত্রে স্বল্পমেয়াদী আর্থিক বিলম্ব হতে পারে।
advertisement
রিফান্ডের স্ট্যাটাস পরীক্ষা
ITR-1 এবং ITR-4-এর মতো সহজ রিটার্নগুলি সাধারণত দ্রুত প্রসেস করা হয়। যদি রিফান্ড বিলম্বিত হয়, তাহলে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে এবং View Filed Returns-এর অধীনে তা দেখে নেওয়া যাবে।
যদি কোনও নোটিস, বিচারাধীন পদক্ষেপ বা অমিল দেখা দেয়, তাহলে তা অবিলম্বে সংশোধন করা গুরুত্বপূর্ণ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR Refund Delay Reasons: ITR রিফান্ডে বিলম্ব, জেনে নিন এই বছর আপনার ট্যাক্স রিফান্ড স্থগিত থাকার ৫ প্রধান কারণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement