বিশ্বখ্যাত কালো জাতের ছাগল পালন করে এক সময় জেলার কৃষি পরিবারসহ অসচ্ছল পরিবারেও সচ্ছলতা ফিরেছিল। তবে বর্তমানে বেশি লাভের আশায় অন্যান্য জাতের ছাগল চাষে আগ্রহ দেখা যাচ্ছে কৃষকদের। এর ফলে কমে যাচ্ছে বাংলার ব্ল্যাক বেঙ্গল ছাগল । তাই এই ছাগল চাষে কি কি উপকার এবং এই বিজ্ঞানসম্মত উপায় এই ছাগল চাষের ট্রেনিং দেওয়া হচ্ছে সমস্ত চাষিদের।
advertisement
আরও পড়ুন: দিন দিন বেড়েই চলেছে চাহিদা, চাষিরা এবার কম পরিশ্রমেই হয়ে উঠছেন মালামাল
গুণগত মানের চামড়া ও সুস্বাদু মাংসের জন্য সারা পৃথিবীতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যেমন খ্যাতি রয়েছে তেমনি যে কোনো পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া ও বছরে দুবারে ৩-৪টি বাচ্চা প্রদানের কারণে দারিদ্রতা বিমোচনেও এই ছাগল বিরাট ভূমিকা পালন করে।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে বেড়ে চলেছে সোনার দাম, দেখে নিন ১ ভরির দাম বেড়ে কত হল
তবে বর্তমানে ব্লাক বেঙ্গল ছেড়ে বেশি লাভের আশায় বহু চাষিরা হরিয়ানা, যমুনাপাড়ী, বোয়ার,তোতামুখি ও বিটল জাতের ছাগলও পালন শুরু করেছেন। এর ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষে আগ্রহ চাষীদের সংখ্যা। তাই এবারে পুনরায় চাষিদের মধ্যে ব্ল্যাক বেঙ্গল চাষের উৎসাহ যোগাতে প্রতিটি ব্লকে ব্লকে চাষিদের নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল চাষে ট্রেনিং প্রদান করা হচ্ছে চাষিদের মধ্যে।
পিয়া গুপ্তা





