Money Making Tips: দিন দিন বেড়েই চলেছে চাহিদা, চাষিরা এবার কম পরিশ্রমেই হয়ে উঠছেন মালামাল

Last Updated:
Money Making Tips: বাড়ির টবে ছোট গাছেই ফলবে থাই প্রজাতির মিষ্টি ফল সবেদা।
1/6
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তি। বর্তমানে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে ফল চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। কম পরিশ্রম ও বেশি লাভের আশায় চাষিরা ঋতুভিত্তিক চিরাচরিত চাষ ছেড়ে ফল চাষে ঝুঁকছেন। বাড়ির টবে ছোট গাছেই ফলবে থাই প্রজাতির মিষ্টি ফল সবেদা।
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে প্রযুক্তি। বর্তমানে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে ফল চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। কম পরিশ্রম ও বেশি লাভের আশায় চাষিরা ঋতুভিত্তিক চিরাচরিত চাষ ছেড়ে ফল চাষে ঝুঁকছেন। বাড়ির টবে ছোট গাছেই ফলবে থাই প্রজাতির মিষ্টি ফল সবেদা।
advertisement
2/6
বালুরঘাট ব্লকের সাহেব কাচারি এলাকার নার্সারি মালিক বিদ্যুৎ মহন্ত বিগত কয়েক বছর যাবত থাই প্রজাতির সবেদা চাষ করে রীতিমতো তাক লাগাচ্ছেন। এমনকি বিদ্যুৎ বাবুর এই সাফল্যের খতিয়ান দেখে স্থানীয় বেশকিছু চাষি এই থাই প্রজাতির সবেদা চাষের উপর ঝোঁক বাড়াচ্ছেন। 
বালুরঘাট ব্লকের সাহেব কাচারি এলাকার নার্সারি মালিক বিদ্যুৎ মহন্ত বিগত কয়েক বছর যাবত থাই প্রজাতির সবেদা চাষ করে রীতিমতো তাক লাগাচ্ছেন। এমনকি বিদ্যুৎ বাবুর এই সাফল্যের খতিয়ান দেখে স্থানীয় বেশকিছু চাষি এই থাই প্রজাতির সবেদা চাষের উপর ঝোঁক বাড়াচ্ছেন।
advertisement
3/6
সবেদা সারা বছর ফল দিয়ে থাকে। দ্রুত ফল আসে, ফলন খুব বেশি হওয়ায় অর্থউপার্জন কারী ফসলও বলা চলে। বর্তমানে এই গাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় সবেদা। তবে জল নিষ্কাশনের সুবিধাযুক্ত গভীর ও ঝুরঝুরে মাটি হলে বেশি ভাল হয়।
সবেদা সারা বছর ফল দিয়ে থাকে। দ্রুত ফল আসে, ফলন খুব বেশি হওয়ায় অর্থউপার্জন কারী ফসলও বলা চলে। বর্তমানে এই গাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় সবেদা। তবে জল নিষ্কাশনের সুবিধাযুক্ত গভীর ও ঝুরঝুরে মাটি হলে বেশি ভাল হয়।
advertisement
4/6
গাছ লাগানোর ৮-১০ দিন আগে গর্তটি জৈব সার মিশিয়ে ভরে দিলে ভাল। সূর্যের আলো ঠিকমত যাতে পায় এবং গাছের গোরায় জল যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এই গাছ সহজেই আগাছা দমন করতে সক্ষম।
গাছ লাগানোর ৮-১০ দিন আগে গর্তটি জৈব সার মিশিয়ে ভরে দিলে ভাল। সূর্যের আলো ঠিকমত যাতে পায় এবং গাছের গোরায় জল যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এই গাছ সহজেই আগাছা দমন করতে সক্ষম।
advertisement
5/6
বর্তমানে প্রতি বছর বিদ্যুৎ বাবুর বাগানের থাই প্রজাতির সবেদা ফলের চারা গাছ শুধুমাত্র নিজস্ব জেলায় নয়, পাশাপাশি পার্শ্ববর্তী জেলা মালদা, কলকাতা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় রফতানি হয়ে থাকে।
বর্তমানে প্রতি বছর বিদ্যুৎ বাবুর বাগানের থাই প্রজাতির সবেদা ফলের চারা গাছ শুধুমাত্র নিজস্ব জেলায় নয়, পাশাপাশি পার্শ্ববর্তী জেলা মালদা, কলকাতা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় রফতানি হয়ে থাকে।
advertisement
6/6
প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভাল সেই সমস্ত জমিতে যদি একটু যত্ন সহকারে সবেদা চাষের ব্যবস্থা করেন তাহলে তাদেরও আর্থিক সক্ষমতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ মহন্ত। এমনকি তাঁর দাবি, এই থাই প্রজাতির সবেদা ফলের চাষ কেউ যদি মনোযোগ সহকারে করে তাহলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।
প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভাল সেই সমস্ত জমিতে যদি একটু যত্ন সহকারে সবেদা চাষের ব্যবস্থা করেন তাহলে তাদেরও আর্থিক সক্ষমতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ মহন্ত। এমনকি তাঁর দাবি, এই থাই প্রজাতির সবেদা ফলের চাষ কেউ যদি মনোযোগ সহকারে করে তাহলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।
advertisement
advertisement
advertisement