পথ চলতে চলতে প্রায়ই আমাদের চোখ আটকে যায় রাস্তার পাশে সারি করে সাজিয়ে রাখা ফুল আর ফলের গাছের চারার দিকে ৷ এসব গাছের সৌন্দর্য মুগ্ধ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন |এই মুগ্ধতা থেকেই বৃক্ষপ্রেমীরা নিজেদের বাড়ির আঙিনায় গাছ লাগিয়ে থাকেন ৷ তবে শুধু আঙিনাতেই নয়,ঘরের বারান্দা, ছাদ, অফিস, স্কুল-কলেজের মাঠ আর রাস্তার ডিভাইডারে হরেক রকম ফুল-ফলের গাছ শোভা পায় ৷
advertisement
আরও পড়ুন: ৩৫ মাসের স্পেশাল FD, মালামাল হওয়ার সুবর্ণ সুযোগ, HDFC -এর এই স্কিমের খুঁটিনাটি দেখে নিন
বৃক্ষপ্রেমীদের এই চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে গড়ে উঠেছে অনেক ছোট ছোট নার্সারি ৷ আর নার্সারি থেকে পাইকারি দামে গাছ কিনে অল্প পুঁজিতে ভাল লাভের ব্যবসা শুরু করার বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়ার এই নার্সারির মালিক শেখ নাজিম ৷
এখন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের সিজন এখন বেশি ৷ তাছাড়া ফল গাছের চাহিদা সারা বছরই আছে ৷ বড় নার্সারি করতে গেলে টাকার পাশাপাশি বড় জায়গা থাকা জরুরি ৷ আর তাই নার্সারি না বানিয়ে ১০০ স্কোয়ার ফুটের দোকানই করে মানুষ অনায়াসে কোনো নার্সারি থেকে গাছ কিনে প্রতিদিন ভাললাভ রাখতে পারবে ৷ এমনকি পাইকারী নার্সারিদের কাছ থেকে জিনিস কিনে রাস্তার ধারে বসেও ব্যবসায়ীরা স্বল্প পুঁজিতে এই ব্যবসা করে সাফল্য অর্জন করে ৷
রাকেশ মাইতি





