Chhath Puja Market Price: রোজ সকালে ব্রেকফাস্টে কলা লাগে? খাওয়া ভুলে যান...! বাজারে আগুন দাম কলা, নারকেলের! ১ পিসের দাম শুনলে ভিড়মি খাবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Chhath Puja Market Price: নারকেলও চলছে ‘সোনার দরে’। নারকেল জোড়ার দাম ২০০ থেকে ২৫০ টাকা যা শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, চাহিদা বাড়ায় ও সরবরাহ কমায় দাম বাড়া অনিবার্য।
advertisement
1/5

*কালীপুজো পেরিয়ে এখন ছট পুজোর কাউন্টডাউন শুরু। কেমন যাচ্ছে কলা, নারকেলের দাম? জানলে মাথায় হাত পড়বে! ছটপুজো ঘিরে জলপাইগুড়ির বাজার আগুন! কলা-নারকেলের দাম চড়ায় চিন্তায় ক্রেতারা। জলপাইগুড়ি শহরের ঘাটগুলো সাজছে, চারদিকজুড়ে পুজোর আমেজ। কিন্তু পুজোর আনন্দের মাঝেই চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। বাজারে নিত্যপণ্যের দাম যেন হু-হু করে বাড়ছে।
advertisement
2/5
*ছটপুজোর অন্যতম প্রধান উপাদান কলা ও নারকেলের দাম এখন আকাশছোঁয়া। আগে যেখানে কলা বিক্রি হত ১০ থেকে ১২ টাকা হালিতে, এখন সেই একই কলার দাম গিয়ে দাঁড়িয়েছে ২০ টাকায়। আর পুজোর বিশেষ কলা, যা ছটের অর্ঘ্যে ব্যবহৃত হয়, তার দাম এক ঝুড়ি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। কিছুদিন আগেও এই দামের অর্ধেকেই কলা মিলত বাজারে।
advertisement
3/5
*নারকেলও চলছে ‘সোনার দরে’। নারকেল জোড়ার দাম ২০০-২৫০ টাকা, যা শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, চাহিদা বাড়ায় ও সরবরাহ কমায় দাম বাড়া অনিবার্য।
advertisement
4/5
*কেন বাড়ছে এত দাম? বিক্রেতাদের একাংশ জানাচ্ছেন, বাংলা ও বিহারে কলার সরবরাহ কম হওয়ায় মূলত অসম থেকে কলা আনতে হচ্ছে, ফলে পরিবহন খরচও বেড়েছে। "আমরা ইচ্ছে করে দাম বাড়াচ্ছি না, পাইকারি বাজার থেকেই দাম বেশি আসছে," জানালেন জলপাইগুড়ি শহরের এক ফল বিক্রেতা।
advertisement
5/5
*অন্যদিকে, ক্রেতাদের ক্ষোভও স্পষ্ট, "ছট মানে ভক্তির পুজো, কিন্তু বাজারের ভক্তি যেন টাকায় মাপা হচ্ছে!" বললেন এক গৃহবধূ। দু'দিন বাদেই ছটপুজো। একদিকে চলছে প্রস্তুতি, অন্যদিকে বাজারের দামে হাতের বাজেট গরম। এখন দেখার, শেষ মুহূর্তে দাম কিছুটা নেমে আসে কিনা, নাকি পুজোর আগেই বাজারের আগুন আরও ছড়িয়ে পড়ে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Chhath Puja Market Price: রোজ সকালে ব্রেকফাস্টে কলা লাগে? খাওয়া ভুলে যান...! বাজারে আগুন দাম কলা, নারকেলের! ১ পিসের দাম শুনলে ভিড়মি খাবেন