TRENDING:

Investment Tips: প্রথমবার ইনভেস্ট, দু'বছর পর্যন্ত লাভ, এই ফুলে দারুণ রোজগার, জানুন টিপস

Last Updated:

New Business Ideas:প্রথমবার বিনিয়োগ করতে চাইছেন? গাঁদা ফুল চাষে মাত্র দু'বছরের মধ্যেই মিলতে পারে ভাল রোজগার। কম খরচে কীভাবে লাভ বাড়ানো যায়, কীভাবে চাষ শুরু করবেন ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা, পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুজোর সময়ে চাহিদা থাকে এই ফুলের। সারা বছর কম বেশি চাহিদা থাকলেও মূলত পুজোর দিনগুলোতে এই চাহিদা বেশ বাড়ে। সাদা সুগন্ধি এই ফুলের চাষ করে মালামাল হচ্ছেন এক কৃষক। শুধু তাই নয়, মরশুমে একবার খরচ করে প্রায় দু\’বছর পর্যন্ত লাভ জুটছে তার। ধান চাষের পরিবর্তে এই ফুলের চাষ করে আয়ের নতুন পথ দেখাচ্ছেন তিনি। একর প্রতি মাত্র এক লাখ টাকা খরচ করে বেশ কয়েক লাখ টাকা পর্যন্ত লাভ মিলছে। গ্রামীন এলাকার কৃষকদের দিচ্ছেন এই চাষে স্বনির্ভর হওয়ার বার্তা।
advertisement

প্রতিবছরের পাশাপাশি নিজেও বেশ কয়েক ডেসিমেল জায়গাতে লাগিয়েছেন এই ফুলের গাছ।

আরও পড়ুন: কত বছরে বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হবে ? জেনে নিন এই ভাবে হিসেব করে

সারা বছরই কমবেশি চাহিদা থাকে রজনীগন্ধা ফুলের। মূলত দুর্গাপুজোর সময় কিংবা বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে চাহিদা বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই এই ফুলের চাহিদা রয়েছে বাজারে। তবেই এবার প্রথাকথিতভাবে ধান চাষ ছেড়ে এই ফুলের চাষ করে বেশ মালামাল হচ্ছেন কৃষকেরা। প্রান্তিক এলাকার এক কৃষক দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বিশেষ ভাবনা। এই ফুলের চাষ করে প্রায় দু বছর পর্যন্ত লাভ পাওয়া যায়।

advertisement

View More

পশ্চিম মেদিনীপুরের পিংলার কৃষক সুব্রত মাহেশ বেশ কয়েক ডেসিমেল জায়গাতে লাগিয়েছেন রজনীগন্ধা। মূলত একর জায়গাতে খরচ হয় তাই এক লাখ টাকা। তাও প্রায় প্রথম ছ’মাস। তবে প্রায় দু’বছর পর্যন্ত পাওয়া যায় ফলন। জানা গিয়েছে, মূলত চৈত্র বৈশাখের দিকে লাগান হয় চারা। স্বাভাবিকভাবে প্রথম ছ’মাস পরিচর্যা করলে দুর্গাপুজোর আগে বেশ ভাল ফলন পাওয়া যায়। বাজারেও দাম থাকে বেশ। স্থানীয় বাজারে বিক্রি হয় এই ফুল। এছাড়াও জেলার একাধিক জায়গায় রফতানি হয়।

advertisement

আরও পড়ুন: মাত্র ৬ মাসে ঘরে উপচে উঠবে টাকা, খালি জমিতে এই বিশেষ ফুল চাষ করুন, দ্বিগুণ লাভ পাবেন

শুধু তাই নয় টানা দু’বছর ধরে ফুল দেয় রজনীগন্ধা। যা থেকে রোজগার হয় বেশ কয়েক লাখ টাকা।

স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে খরচ করে, টানা প্রায় দু বছর পর্যন্ত লাভ পাওয়া যায় রজনীগন্ধা চাষ করে। ধান চাষের পরিবর্তে বিকল্প আয়ের উৎস হিসেবে রজনীগন্ধা চাষ করার পরামর্শ দিচ্ছেন প্রান্তিক এলাকার এই কৃষক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: প্রথমবার ইনভেস্ট, দু'বছর পর্যন্ত লাভ, এই ফুলে দারুণ রোজগার, জানুন টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল