TRENDING:

New Business Idea: ঘরের মধ্যেই কেশর চাষ করে সফল ব্যারাকপুরের নিলয়! নতুন আয়ের দিশা দক্ষিণবঙ্গে

Last Updated:

Money Making Tips: জেলায় পরীক্ষামূলকভাবে কেশর চাষ করে সফল নিলয়, দেখাচ্ছেন লাভের দিশা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বাড়ির ভিতরেই যেন এক টুকরো কাশ্মীর।শুনে অবাক হলেও এটাই বাস্তবে করে দেখিয়েছেন জেলার এই ছেলে। বাড়ির ভিতর জাফরান অর্থাৎ কেশর চাষ করে এবং সফলভাবে তা বাস্তবায়ন করে নজির সৃষ্টি করেছে উত্তর ২৪ পরগনা নিউ ব্যারাকপুরের নিলয় বিশ্বাস। এই কেশর বা জাফরান মূলত ভূসর্গ কাশ্মীরেই চাষ হয়। সেখানকার আবহাওয়ায় কেশর উৎপন্ন করা সম্ভব।
advertisement

আরও পড়ুন: মাশরুম চাষের মধ্যে দিয়ে নতুন আয়ের দিশা দেখাচ্ছে পড়ুয়া ও মায়েরা

পশ্চিমবঙ্গের আবহাওয়া যা কোনদিনই সম্ভব নয়, কিন্ত নিলয় সেই কাশ্মীরের আবহাওয়া তার ৬/৬ ঘরের মধ্যেই তৈরি করেছেন। নিলয় ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, ফলে দ্বিতীয় বছরে তার এই চেষ্টা অনেকটাই সফল বলে দাবি করেছেন। দীর্ঘদিন ধরে জাফরান চাষ নিয়ে রিসার্চ, তারপর ১ লক্ষ্য ২০ হাজার টাকা খরচ করে বিশেষ ঘর তৈরি করেন।

advertisement

আরও পড়ুন: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা

সেই ঘরের টেম্পারেচার মাপার জন্য রয়েছে বেশ কিছু মেশিন, প্রয়োজনীয় আলো, যা সূর্যের আলোর অভাব মেটাতে পারে, ঘরে রয়েছে দুটি এসিও। এরোপনিক পদ্ধতিতে হাওয়ার মাধ্যমে জল দিয়ে এবছর ৭০০ বীজের উপর এই চাষ করেন তিনি। সেখান থেকেই ১০ থেকে ১২ গ্রামের মত কেশর মিলেছে বলে জানান নিলয়।

advertisement

প্রটো টাইপ প্রোজেক্ট হওয়ায় প্রায় দু লক্ষ টাকা মতো খরচ হলেও, বৃহৎ আকার এই চাষ করতে পাঁচ থেকে সাত লক্ষ টাকা মত খরচ হয়। আগামী দিনে এই চাষ জেলার বুকে সফলভাবে বৃহৎ আকারে করারও ইচ্ছা রয়েছে তার বলেই জানান। ফলে আগামী দিনে এই চাষ জেলার অন্যান্য উৎসাহী চাষীদেরও লাভের মুখ দেখাতে পারে বলেই মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ঘরের মধ্যেই কেশর চাষ করে সফল ব্যারাকপুরের নিলয়! নতুন আয়ের দিশা দক্ষিণবঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল