আরও পড়ুন: মাশরুম চাষের মধ্যে দিয়ে নতুন আয়ের দিশা দেখাচ্ছে পড়ুয়া ও মায়েরা
পশ্চিমবঙ্গের আবহাওয়া যা কোনদিনই সম্ভব নয়, কিন্ত নিলয় সেই কাশ্মীরের আবহাওয়া তার ৬/৬ ঘরের মধ্যেই তৈরি করেছেন। নিলয় ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, ফলে দ্বিতীয় বছরে তার এই চেষ্টা অনেকটাই সফল বলে দাবি করেছেন। দীর্ঘদিন ধরে জাফরান চাষ নিয়ে রিসার্চ, তারপর ১ লক্ষ্য ২০ হাজার টাকা খরচ করে বিশেষ ঘর তৈরি করেন।
advertisement
আরও পড়ুন: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা
সেই ঘরের টেম্পারেচার মাপার জন্য রয়েছে বেশ কিছু মেশিন, প্রয়োজনীয় আলো, যা সূর্যের আলোর অভাব মেটাতে পারে, ঘরে রয়েছে দুটি এসিও। এরোপনিক পদ্ধতিতে হাওয়ার মাধ্যমে জল দিয়ে এবছর ৭০০ বীজের উপর এই চাষ করেন তিনি। সেখান থেকেই ১০ থেকে ১২ গ্রামের মত কেশর মিলেছে বলে জানান নিলয়।
প্রটো টাইপ প্রোজেক্ট হওয়ায় প্রায় দু লক্ষ টাকা মতো খরচ হলেও, বৃহৎ আকার এই চাষ করতে পাঁচ থেকে সাত লক্ষ টাকা মত খরচ হয়। আগামী দিনে এই চাষ জেলার বুকে সফলভাবে বৃহৎ আকারে করারও ইচ্ছা রয়েছে তার বলেই জানান। ফলে আগামী দিনে এই চাষ জেলার অন্যান্য উৎসাহী চাষীদেরও লাভের মুখ দেখাতে পারে বলেই মনে করা হচ্ছে।
Rudra Narayan Roy