চন্দ্রকোনার বক্সিবাগান এলাকায় প্রায় দুই বিঘা লাল মাটির জমিতে গোলাপ চাষ করে নিজের ভাগ্য গড়ে তুলছেন তিনি। একসময় চাষের অনিশ্চয়তা ও ক্ষতির ভয়ে অনেকেই ফুলচাষ থেকে দূরে থাকলেও, সন্তু সেই ভয়কে জয় করেছেন পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে। প্রতিদিন নিজের বাগানে ঘন্টার পর ঘন্টা সময় দেন গোলাপের পরিচর্যায়। নিয়মিত জল, সার, ওষুধ প্রয়োগ থেকে শুরু করে পোকামাকড়ের হাত থেকে গাছ বাঁচান—সব কাজ নিজে করেন তিনি।
advertisement
আরও পড়ুন: কার্তিক লড়াইয়ের জন্য মুখিয়ে কাটোয়া, যানজট এড়াতে প্রস্তুতি! সামনে এল রুটম্যাপ, বড় সিদ্ধান্ত প্রশাসনের
ফলও মিলছে হাতেনাতে। শীত পড়তেই তার লাল টুকটুকে গোলাপ বাজারে দারুণ চাহিদা পেয়েছে। প্রতিদিন স্থানীয় বাজারে ফুল বিক্রি করে ভালই লাভ করছেন সন্তু। বর্তমানে গোলাপের দামও বেশ ভাল, ফলে খরচ বাদ দিয়েও উল্লেখযোগ্য মুনাফা হচ্ছে তার। সন্তুর কথায়, “প্রথমে.ভাবতাম লাল মাটিতে গোলাপ চাষ কঠিন হবে। কিন্তু সঠিক পরিচর্যা ও সময়মতো যত্ন নিলে ফলন দারুণ হয়। এখন তো অন্য চাষিরাও উৎসাহ পাচ্ছেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের মানুষ এখন তাকে অনুপ্রেরণার প্রতিক হিসেবে দেখছেন। তার সাফল্য দেখেই আশেপাশের আরও অনেকে ফুলচাষে আগ্রহী হচ্ছেন। লাল মাটির বুকে ফুটে থাকা সন্তুর গোলাপ আজ শুধু ফুল নয়, তার স্বপ্ন ও পরিশ্রমের রঙিন প্রতীক।





