TRENDING:

Money Making Tips: নামমাত্র পরিশ্রম, নামমাত্র খরচ! 'এই' ফুলের চাষে আসছে গোছা গোছা টাকা! ট্রাই করে দেখতে পারেন আপনিও

Last Updated:

অল্প পরিশ্রমে, স্বল্প খরচে এই ফুল চাষ করে ব্যাপক লাভ করতে পারেন চাষিরা। ফুলের চাহিদা পুরুলিয়া জেলাতে ভীষণভাবেই রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রুক্ষ লাল মাটিতে সফলভাবে হচ্ছে জবা ফুলের চাষ। আর তাতেই কালীপুজোর আগে জবাফুলেই লক্ষ্মী লাভ হচ্ছে জেলার কৃষকদের। পতিত জমিতে জবা ফুল চাষ করে বিকল্প রোজগারের পথ খুঁজে পাচ্ছেন জেলার কৃষকেরা। বাণিজ্যিকভাবে পুরুলিয়া এক নম্বর ব্লকের প্রথমবার জবা ফুল চাষ করা হয়েছে। আর এতেই লক্ষ্মী লাভ হয়েছে কৃষকেদের।
advertisement

পুরুলিয়া এক নম্বর ব্লকের ডিমডিয়া গ্রাম পঞ্চায়েতের ভুল গ্রাম। ‌সেই গ্রামেরই এক কৃষক দিলীপ কুম্ভকার। নিজের দু-বিঘা জমিতে প্রথমবার তিনি জবা ফুল চাষ করেছেন। জমিতে লাগিয়েছেন ২০০-টি জবা গাছ। ‌কৃষি দফতরের আতমা প্রকল্পের তত্ত্বাবধানে এই চাষ করেছেন তিনি।

আরও পড়ুন: কঠিন লড়াইয়ে কঠোর পরিশ্রম এনে দিল জোড়া সোনা! জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় মেদিনীপুরের যুবকের কারনামায় গর্বে বুক ভরল বাংলার

advertisement

View More

এ বিষয়ে কৃষক দিলীপ কুম্ভকার বলেন, প্রথমবার তিনি জবা ফুল চাষ করেছেন। এই চাষ যথেষ্ট লাভজনক। কালীপুজোর আগে ভাল দরে তার ফুল বিক্রি হচ্ছে।  এতে তিনি আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন। ‌জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সমস্ত দিক থেকেই সহযোগিতা করা হয়েছে। আগামীদিনে তিনি আরও ব্যাপক হারে জবা ফুল চাষ করবেন বলে পরিকল্পনা নিচ্ছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

এ বিষয়ে পুরুলিয়া এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা তন্ময় সাহা বলেন, জবাফুল বহুবর্ষজীবী উদ্ভিদ। অল্প পরিশ্রমে, স্বল্প খরচে এই ফুল চাষ করে ব্যাপক লাভ করতে পারেন চাষিরা। ফুলের চাহিদা পুরুলিয়া জেলাতে ভীষণভাবেই রয়েছে। তাই যদি ফুল চাষের উপর চাষিরা আগ্রহী হয় তাহলে আগামী দিনে বিকল্প চাষ হিসাবে জেলায় ফুল চাষ লাভজনক চাষ হিসাবে প্রমাণিত হবে। বিশেষ করে পতিত জমিগুলিতে অনায়াসেই চাষিরা এই সমস্ত ফুল চাষ করতে পারেন। কালীপুজোর এই মরশুমে জবাফুল চাষ করে লক্ষ্মী লাভ করতে পারছেন পুরুলিয়া এক নম্বর ব্লকের কৃষকরা। এক টাকা থেকে দেড় টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে এক একটি জবা ফুল। ফুল চাষের মধ্যে দিয়ে কৃষকদের বিকল্প রোজগারের পথ প্রশস্ত করছে কৃষি বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: নামমাত্র পরিশ্রম, নামমাত্র খরচ! 'এই' ফুলের চাষে আসছে গোছা গোছা টাকা! ট্রাই করে দেখতে পারেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল