আরও পড়ুন: কবে মিলবে PM KISAN যোজনার আগামী কিস্তির টাকা ?
ফুল চাষে প্রাকৃতিক দুর্যোগে যেমন ক্ষতি করে, সেই সঙ্গে বিভিন্ন সময় পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। যার ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। সেই সব সমস্যার সমাধান এর পাশাপাশি আরও নতুন ফুল এবং সবজি চাষ শব্দের আরও লাভবান করতে পারে। সেইদিক গুরুত্ব দিয়ে কৃষকদের আরও লাভের চাষে আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ উদ্যানপালন বিভাগের, বাগনানে, বাগনান এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনায় একটি শিবিরের আয়োজন হয়।
advertisement
আরও পড়ুন: ৫ বছরের জন্য নিরাপদ বিনিয়োগ? এই ৩ স্কিম সেরা, ৫ লাখ টাকা কত রিটার্ন আনবে জেনে নিন
চাষের সমস্যার সমাধান এবং আরও বিভিন্ন ফুল ও উন্নত প্রজাতির সবজি লাভজনক চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ। ফুল ও উন্নত মানের হাইব্রিড সবজি চাষে সমস্যা এবং নতুন চাষের ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে হাওড়া জেলার বাগনান ১ ও ২ ব্লকের পাশাপাশি জেলার কৃষি এলাকাগুলিতে কৃষকদের উন্নতি সাধনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ‘ বাগনান এগ্রো প্রডিউসার লিমিটেড ‘। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কৃষকদের প্রদানে কাজ করে চলেছে এই সংস্থা। জবা গাঁদা গোলাপ জুঁই দোপাটি’র সঙ্গে এশিয়াটিক লিলি, গ্ল্যাডুয়ালিয়াস্ জারবেরা, ডেড্রোবিয়াম অর্কিড, জিপ্সোফিলা চাষ করা যেতে পারে হাওড়ার আবহাওয়ায়।
রাকেশ মাইতি