জামা কিংবা শাড়ি, অথবা ছেলেদের পাঞ্জাবিতেও এই নতুন ডিজাইন বেশ পছন্দের।তবে সাধারণ মানুষের পছন্দের মত বিভিন্ন ধরনের গয়না, বিভিন্ন ছবি দিয়ে কাস্টমাইজ পোশাক বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী। পড়ার অবসরে এই কাজ করে নিজের পাশাপাশি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। কলেজে পড়ার সময় থেকেই কিছু করার ভাবনা নিয়ে শুরু করেছেন এই হাতে বানান বিভিন্ন ধরনের জিনিস তৈরি। তবে বর্তমানে কলেজে পড়ার পাশাপাশি বাড়িতেই জাঙ্ক জুয়েলারি এবং ব্লাউজ কিংবা পাঞ্জাবি কাস্টমাইজ করে বিক্রি করছেন অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে।
advertisement
আরও পড়ুন: বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে মিলেট চাষ
পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলির বাসিন্দা প্রিয়া ঘোষাল। প্রিয়া বর্তমানে শিক্ষক শিক্ষণ বিভাগে পড়াশোনা করছে। তবে পড়াশোনার অবসরে বাড়িতেই বানাচ্ছেন অক্সিডাইজ জুয়েলারি। দামও রয়েছে সাধ্যের মধ্যে। বিক্রিও হচ্ছে বেশ। প্রসঙ্গত বর্তমান দিনে সোনা রুপোর গয়না পরার চাহিদা কমছে সাধারণ মহিলাদের মধ্যে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জামাকাপড়ের ম্যাচিং এ ব্যবহার করছেন বিভিন্ন ধরনের অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা হ্যান্ডমেড জুয়েলারি। আর এই জাঙ্ক জুয়েলারি বানিয়ে বিক্রি করছেন এই কলেজ ছাত্রী।
আরও পড়ুন: ৩০ হাজার টাকা মাসে আয় ? কত টাকার SIP করা উচিত? হিসেব দেখে নিন
দাম রয়েছে ৪০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। শুধু তাই নয়, গ্রাহকদের পছন্দের মত বিভিন্ন ব্লাউজ এ কাস্টমাইজ করে দিচ্ছেন নানা ছবি। স্বাভাবিকভাবে পড়ার অবসরে শিল্পকলা ফুটিয়ে তুলে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন কলেজ ছাত্রীর প্রিয়া। শুধু তাই নয়, মাসিক লাভও জুটছে তার।
রঞ্জন চন্দ