Agriculture News: বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে মিলেট চাষ

Last Updated:

Agriculture and Farming: কৃষিদফতরের তরফে প্রায় একশোর বেশি কৃষকদের মোট ২০০ কেজি উন্নতমানের মিলেটের বীজ প্রদান করা হয়। মূলত পাহাড়ি অঞ্চলে হওয়া এই ফসল চাষের পদ্ধতি ধান-সহ অন্যান্য ফসল চাষের থেকে অনেকটাই সহজ বলে দাবি কৃষি দফতরের।

+
বক্সা

বক্সা পাহাড়

আলিপুরদুয়ার: ফের বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে মিলেট চাষ। পূর্বে সান্তলাবাড়ি ও বক্সা পাহাড়ের আদমা,চুনাভাটি,বক্সা দুয়ার সহ অন্যান্য গ্রামগুলোতে এই চাষ হলেও বিগত কয়েক দশক ধরে আবহাওয়া, পোকামাকড়ের,পাখির উপদ্রব-সহ একাধিক কারনে প্রায় হারিয়েই গিয়েছে মিলেট-সহ অন্যান্য ফসল চাষ।
এরফলে কর্মসংস্থানের অভাবে ভুগছিলেন বাসিন্দারা। এরপরই বক্সা, আদমা, চুনাভাটি,  সহ অন্যান্য পাহাড়ি গ্রামের কৃষকদের পুনরায় কৃষিকাজ মুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কৃষি দফতর। কৃষিদফতরের তরফে প্রায় একশোর বেশি কৃষকদের মোট ২০০ কেজি উন্নতমানের মিলেটের বীজ প্রদান করা হয়। মূলত পাহাড়ি অঞ্চলে হওয়া এই ফসল চাষের পদ্ধতি ধান-সহ অন্যান্য ফসল চাষের থেকে অনেকটাই সহজ বলে দাবি কৃষি দফতরের।
advertisement
advertisement
এছাড়া অন্যান্য একাধিক ফসলের তুলনায় এই মিলেটের পুষ্টিগুণও অনেক বেশি এবং এই চাষে খুব বেশি পরিমাণ সার ও জলেরও প্রয়োজন হয়না বলে কৃষি দফতর তরফে জানানো হয়।একটি কর্মসূচিতে কালচিনি সহ কৃষি আধিকারিক প্রবোধ মন্ডল,আলিপুরদুয়ার মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) রজত চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
advertisement
এ বিষয়ে রজত চট্টোপাধ্যায় বলেন, “চাষের তিন থেকে সাড়ে তিনমাসের মধ্যেই এই ফসল তুলতে পারে কৃষকেরা।ফলে এই চাষ হতে খুব কম সময়ই লাগে।আর এই চাষ সহজ হওয়ায়, কৃষকদের উপার্জনও ভাল হয়।”
পাশাপাশি,কৃষকদের হাতে কলমে এই মিলেট চাষের প্রশিক্ষণও দেওয়া হয়।আর একে কেন্দ্র করেই এবার কৃষিকাজে ঘুরে দাঁড়ানোর এবং নিজেদের জীবিকা ফিরে পাওয়ার আশা দেখছেন বক্সা পাহাড়ের কৃষকেরা।
advertisement
Annanya Dey
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে মিলেট চাষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement