আরও পড়ুন: কোন ক্রেডিট কার্ড সেরা? দেখে নিন সেরা ৫ এন্ট্রি লেভেল ক্রেডিট কার্ডের ফিচার
২০২২ মারুতি সুজুকি ওয়াগনয়ারের তিনটি ইঞ্জিনের অপশন- ১.০ লিটারের সিরিজ ডুয়েল জেট, ডুয়েল বিবিটি ইঞ্জিন ও ১.২ লিটার ইঞ্জিন মিলবে ৷ এই ১.০ লিটার ইঞ্জিনের সঙ্গে সংস্থা ফিটেড S-CNG ভেরিয়েন্টেও নিয়ে এসেছে ৷ ওয়াগনয়ার এস সিএনজি-র দাম ৬.৮১ লক্ষ (এক্স -শোরুম)৷
advertisement
আরও পড়ুন: রাশিয়া- ইউক্রেন যুদ্ধে কি বাড়বে পেট্রোল- ডিজেলের দাম? বিবৃতি জারি কেন্দ্রের
নতুন ওয়াগনয়ারে বেশ কিছু নতুন ফিচার্স রয়েছে যেমন পেট্রোল ভেরিয়েন্টে আইএসএস এবং এজিএস ভেরিয়েন্ট হিল হোল্ড অসিস্টের সঙ্গে জোরা হয়েছে ৷ এছাড়া গাড়িতে ৪টি স্পিকারের সঙ্গে ১৭.৭৮ সেমি (৭″) স্মার্টপ্লে স্টুডিয়ো স্মার্টফোন নেভিগেশনের সুবিধা রয়েছে ৷ এছাড়া গ্রাহকদের কানেকটেড ড্রাইভিং অনুভব প্রদান করার জন্য ক্লাউডেড-বেসড ফিচার্স পাওয়া যাবে ৷ গাড়িতে দুটি ডুয়েল টোন কালার যেমন গ্যালেন্ট রেড বিড ব্ল্যাক রুফ ও ম্যাগমা গ্রে বিড ব্ল্যাক রুফ-সহ একাধিক নতুন রঙের বিকল্পেও পাওয়া যাবে ৷
আরও পড়ুন: SBI Alert: আজ ৭ ঘণ্টা প্রভাবিত হতে চলেছে ব্যাঙ্কের এই পরিষেবা
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র এগজিকিউটিভ অফিসার শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, ‘মারুতি সুজুকি ওয়াগনয়ার ভারতীয় বাজারে সংস্থার সবচেয়ে সফল হ্যাচব্যাক গাড়ির মধ্যে একটি ৷ ১৯৯৯ এ শুরু হওয়ার পর ওয়াগনয়ার গাড়িটি লাগাতার ডেভেলপ করা হয়েছে ৷ ক্লাস লিডিং ফিচার্স, ডিজাইন ও পারফরম্যান্স গ্রাহকদের পছন্দের সঙ্গে বদল করা হয়েছে ৷