গ্র্যান্ড বিটারা-তে সিগমা, ডেল্টা, জেটা, জেটা প্লাস, অল্ফা এবং অল্ফা প্লাস ভ্যারিয়েন্টে হয়৷ যে পেট্রোল এবম হাইব্রিড দুরকম ইঞ্জিন কম্বিনেশনে পাওয়া যাবে৷ আর কোম্পানি এই গাড়ি বিক্রি হবে৷
আরও পড়ুন- নারীরা সম্মানীয়া, ‘এই’ মহিলাদের সম্মানহানি করলে বড়সড় ক্ষতি নেমে আসবে পরিবারে
সিগমা ভ্যারিয়েন্টের দাম ১০.৪৫ লক্ষ টাকা
advertisement
ডেল্টা ভ্যারিয়েন্টের দাম ১১.৯০ লক্ষ টাকা
জেটা ভ্যারিয়েন্টর দাম দাম ১৩.৮৯ লক্ষ টাকা
আলফা ভ্যারিয়েন্টের দাম ১৫.৩৯ লক্ষ টাকা
ডুয়াল টোন রঙের অপশনে আলফা ও আলফা প্লাস দামে ১৫.৫৫ লক্ষ টাকা
আরও পড়ুন - শহরের একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এটি এবং স্মার্ট হাইব্রিডের সঙ্গে কী হবে দাম
ডেল্টা ভ্যারিয়েন্টের দাম ১৩.৪০ লক্ষ টাকা
জেটা ভ্যারিয়েন্টের দাম ১৫. ৩৯ লক্ষ টাকা
আলফা ভ্যারিয়েন্টের দাম ১৬.৮৯ লক্ষ টাকা
ডুয়াল টোন কালার অপশনে আলফা ভ্যারিয়েন্টের দাম ১৭.০৫ লক্ষ টাকা
ইনটিলিজেন্স ইলেকট্রিক হাইব্রিজ ইসিবিটি অপশনে সমস্ত ভ্যারিয়েন্টের দাম ১৭.৯৯ লক্ষ থেকে ১৯.৬৫ লক্ষ টাকা৷
৫৫ হাজার ইউনিট বুক
গ্র্যান্ড বিটারা -র মাইল্ড আর স্ট্রং হাইব্রিড দুই অপশনই টয়োটা হাইব্রিডর টয়োটা -র প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল৷ এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা গ্র্যান্ড বিটারার স্ট্রং হাইব্রিড অপশনের৷ কোম্পানির দাবি ১ লিটারে ২৮ কিমি অবধি মাইলেজ দেবে এই গাড়ি৷ এই গাড়ির বুকিং ওপেন হওয়ার পর ৫৫ হাজার মানুষ এই গাড়ি বুক করে ফেলেছেন৷